নারায়নগঞ্জ সদর উপজেলায় শারদীয় দূর্গা পূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী। ছবি- স্বাধীন সংবাদ।

{১৬সেপ্টেম্বর} মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলা ২য় তলা নিজ কার্যালয়ের সভা কক্ষে উপজেলার নির্বাহী অফিসার {ইউএনও} তাছলিমা শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানের সভা শুরু হয়। সভায় আসন্ন শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন- শৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও পানি সরবরাহ, পূজা মন্ডপের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা এবং অগ্নিনির্বাপণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা {ইউএনও} তাসলিমা শিরিন পূজা উদযাপনে অংশগ্রহনকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মানবতার বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট দপ্তর সমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার {ভূমি} ফতুল্লা সার্কেলের মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সহকারী কমিশনার { ভূমি } সিদ্ধিরগঞ্জ সার্কেলের দেবযানী কর, উপজেলার প্রকৌশলী ইয়াসিন আরাফাত রুবেল, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহজাহান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসিরউদ্দিন, সিদ্ধিরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম শাহীনূর আলম, ফতুল্লাহ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল আলম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর শাখার সাধারণ সম্পাদক সুশীল দাস, ফতুল্লা শাখার সভাপতি প্রদীপ মন্ডল, সাধারণ সম্পাদক শিবু দাস ও সিদ্ধিরগঞ্জ শাখার সভাপতি শিশির বোস অমল প্রমূখ।

এছাড়াও সভায় সদর উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধ, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নারায়ণগঞ্জের অন্যান্য বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন। পরিশেষে সকলের মঙ্গল কামনায় উক্ত অনুষ্ঠান উপজেলার নির্বাহী অফিসার তাসলিমা শিরিন সমাপ্ত ঘোষণা করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *