আলমাস হোসাইন:
ঢাকার সাভারে অনলাইনে প্রেম-সম্পর্ক তৈরি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার মডেল থানাধীন সাভার নিউমার্কেট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ওই নারীর নাম সালমা আক্তার ইতি (২৫)। তিনি সাভারের অমরপুর (বেদেপাড়া) এলাকার মৃত মোজাম্মেল হকের মেয়ে।
ডিবি পুলিশের সূত্র জানায়, সালমা আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন ব্যক্তির সাথে প্রথমে বন্ধুত্ব গড়ে তোলে এবং ধীরে ধীরে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। পরে কৌশলে প্রেম ও বিশ্বাসের সম্পর্ককে কাজে লাগিয়ে বিপরীত পক্ষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা-পয়সা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নিতেন।
গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়, যা প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, “গ্রেপ্তারকৃত প্রতারণাকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে এ ধরনের প্রতারণা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়রা জানান, অনলাইনে প্রতারণার এ ধরনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়ে তারা আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।
অনলাইন প্রতারণা থেকে রক্ষা পেতে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন—
-
অপরিচিত ব্যক্তির সাথে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য শেয়ার না করতে।
-
অচেনা কারো প্রলোভনে আর্থিক লেনদেন এড়িয়ে চলতে।
-
সন্দেহজনক কার্যক্রম দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।
সাভারবাসীর প্রত্যাশা, এ ধরনের অভিযানের মাধ্যমে অনলাইন প্রতারণার চক্র ভেঙে সাধারণ মানুষ নিরাপদে থাকতে পারবে।