মোহাম্মদ হোসেন হ্যাপী :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গাছের ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই ওমর ফারুক খোকা (২৮) নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফারুক খোকা ওই এলাকার মৃত জাহের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মেঝো ভাই আক্তার তার ছোট ভাই ফারুক খোকাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফারুক খোকা মারা যান।
খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সানোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, ডাবপাড়া নিয়ে ঝগড়ার জের ধরেই বড় ভাই আক্তারের হাতে ছোট ভাই খোকা নিহত হয়েছেন।”
এদিকে ঘটনার পর থেকেই বড় ভাই আক্তার পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।