প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:
বোয়ালখালীতে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পরিবারমহল বিয়ে দিতে চাইলে নিরভে প্রতিবাদ করতে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন উন্মে হাবিবা ইসমা।
অভিমানে উম্মে হাবিবা ইসমা (১৭) নামের এক কলেজছাত্রী । গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার পশ্চিম গোমদণ্ডী আহমদ চৌধুরী বাড়িতে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে।
উম্মে হাবিবা ইসমা, মো. ইব্রাহিমের মেয়ে। সে এবার একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মেয়েটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ইসমা পড়ালেখা চালিয়ে যেতে চেয়েছিল এবং সম্প্রতি কলেজে ভর্তিও হয়েছিল। এর মধ্যেই তার মা-বাবা তাকে বিয়ে দিতে চাওয়ায় সে অভিমানে গলায় ফাঁস দেয়।