নিজাম উদ্দিন :
নোয়াখালী সোনাইমুড়িতে হাইকোর্টের আদেশ অমান্য করে বিনা নোটিসে ব্যাবসায়িদের উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন শফিউল্লাহ ভূঁইয়া মার্কেটের স্বত্বাধিকারী বাবলু ভূঁইয়া।
শুক্রবার সকাল ১১ টায় সোনাইমুড়ি উপজেলা প্রেসক্লাবে সফিউল্লা ভুইয়া মার্কেটের অর্ধশতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বাবলু ভূঁইয়া অসুস্থ থাকার কারণে তার বড় ভাই নুরুল হুদা বাদলের লিখিত বক্তব্য জানান ১৯৬৭ সাল থেকে স্থানীয় কৌশল্যারবাগ গ্রামের শফিউল্লাহ ২৮৫ নং মৌজার সোনাইমুড়ি রেল গেটের পূর্বে ১ নং খাস খতিয়ানভূক্ত অকৃষি জমিতে মার্কেট নির্মাণ করেন। ১৯৮২ সালে বাৎসরিক বন্দোবস্ত নিয়ে নিয়মিত খাজনা পরিশোধ করে আসছি।
১৯৯৭ সালে স্হায়ী বন্দোবস্ত পেতে আবেদন করি। গত ১৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে বিনা নোটিশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাতের নির্দেশনায় জনবল নিয়ে মার্কেটের ৯ টি দোকান ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায় বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এ নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নং ১৫৫২৪/ ২০২৫ ইং দায়ের করেন, নোয়াখালী সোনাইমুড়ী পৌর এলাকার ১ওয়ার্ড কৌশল্যারবাগ গ্রামের মৃত শফিউল্লাহ মিয়ার ছেলে বাবলু ভূইয়া। ১৬ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বিচারপতি কে এম হাফিজুল আলম ও হামিদুর রহমানের বেঞ্চ দুই মাসের স্থগিতাদেশ দেন। উল্লেখ্য মার্কেটের পূর্বপাশে অবস্থিত স্বর্ণ, ওষুধ , মনিহারি, রেস্টুরেন্ট ব্যবসাসহ প্রায় ২০ টি দোকানের মালামাল নির্বিচারে লুটপাট হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, এতে প্রায় ৩০-৩৫ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয় বলে জানা যায়। সংবাদ সম্মেলনে এও দাবি করা হয় যে, হাইকোর্টের ম্যাসেঞ্জারকে আটক রেখে পরিচয় পত্র কেড়ে নেয়া হয় ও ম্যাসেঞ্জার শাকিল ইকবাল কে লাঞ্ছিত করা হয়।