নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর অন্যতম মাছের আড়ত যাত্রাবাড়ীতে আবারও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন শত শত ট্রাক মাছ আসে এই আড়তে। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে মাছবাহী গাড়িতে অবৈধ মাদক পাচার করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী মিজান ও তার সহযোগী ওয়াসিম মাছবাহী ট্রাক ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছে। গাড়িতে মাছ থাকায় প্রশাসন সাধারণত তল্লাশি চালায় না—এই সুযোগে চক্রটি নিরাপদে মাদক পরিবহন করে। বিশেষ করে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঘুইরা এলাকা থেকে ইলিশ মাছ আনার আড়ালে বড় আকারের ইয়াবার চালান ঢাকায় আসে।
এ কাজে মিজান–ওয়াসিম চক্রের ড্রাইভার ও হেলপারদের ব্যবহার করা হতো। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে তাদের আটক করেছে। অভিযোগ আছে, এ চক্রটির মাধ্যমে কোটি কোটি টাকার মাদক বাণিজ্য হয়েছে, যার পেছনে রয়েছে প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়।
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ে এই চক্রের মূলহোতাদের গ্রেপ্তার করে যাত্রাবাড়ী আড়তকে মাদকমুক্ত করা হোক।