যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী শুক্কুর আলী কে গ্রেফতার করেছে সেনাবাহিনী

মো.মনির হোসেন  :

রাজধানীর যাত্রাবাড়ীর সুতি খালপাড় এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় একজন নারীসহ পাঁচজনকে আটক করা হয়।

সেনাবাহিনীর ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, র‍্যাব ও যাত্রাবাড়ী থানা পুলিশের সমন্বয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোঃ শুক্কুর আলীর বাড়িতে অভিযান চালানো হলে পাঁচজনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে ৫০ পুরিয়া হিরোইন, ১২৩ পিস ইয়াবা, গাঁজা, পাঁচটি দেশীয় অস্ত্র, চারটি অ্যান্ড্রয়েড মোবাইল, একটি স্যামসাং ট্যাব ও বিভিন্ন মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া লুকানো অবস্থায় ১২ লাখ ৪৯ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়। টাকার বৈধ কোনো প্রমাণপত্র দেখাতে না পারায় তা বাজেয়াপ্ত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, প্রধান আসামি মোঃ শুক্কুর আলীর নামে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃতরা হলেন: ১.মোঃ শুক্কুর আলী (৪৯), পিতা রজব আলী, সুতি খালপাড়, যাত্রাবাড়ী। ২. উজ্জল (৪৫), পিতা রজব আলী, সুতি খালপাড়, যাত্রাবাড়ী। ৩. মোঃ তুহিন (৩১), পিতা সাদিকুল, নারিন্দা, ওয়ারি। ৪. দ্বীন মোহাম্মদ নাসির উদ্দিন (৪৬), পিতা মোঃ আক্কাস আলী, দক্ষিণ কেরানীগঞ্জ। ৫. মুন্নী বেগম (৩২), স্বামী মোঃ শুক্কুর আলী, সুতি খালপাড়, যাত্রাবাড়ী।

অভিযানে আটককৃতদের মাদক, অস্ত্র ও নগদ টাকাসহ যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *