নারায়ণগঞ্জ বন্দরে দেওলী এলাকার চিহ্নিত চাঁদাবাজরা বেপরোয়া

তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়ণগঞ্জ বন্দরে পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণ করার সময় ৫০ হাজার টাকার চাঁদার দাবিতে নির্মাণাধীন ঘর ভাংচুর করেছে স্থানীয় চাঁদাবাজরা। ওই সময় হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে ৪জন স্হানীয় লোক আহত হয়। আহতরা হলো আমিনুল, ফয়েজ, ওমর ফারুক ও কালাম। শনিবার {২৭ সেপ্টেম্বর } সকাল ৯টায় বম্দর থানার ২৪ নং ওয়ার্ডের দেওলী চৌরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ওই সময় আহতারা জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পায়।

এ ব্যাপারে আহত ফয়েজ মিয়া বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আহতরা জানায়,, শনিবার সকালে বন্দরের দেওলী চৌড়াপাড়া এলাকার কালাম মিয়ার তার নিজ বাড়ির পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণ কাজ শুরু করে। এ সময় একই এলাকার একাধিক চাঁদাবাজি ও অপহরন মামলার আসামী চিহ্নত চাঁদাবাজ সাঈদ, নাহিদ ও নাদিম তাদের সাঙ্গ পাঙ্গুদের নিয়ে ঘর নির্মাণ বাধা দেয় এবং নগদ ৫০হাজার টাকা চাঁদা দাবি করে। ওই সময় কালাম চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪ জনকে জখম করে।

পরে তারা ৯৯৯ কল করলে পুলিশ ঘটনা স্থলে এসে ঘটনা তদন্ত করে সত্যতা পান। স্থানীয়রা জানায়, চাঁদাবাজদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে দেওলি চাউড়াপাড়া এলাকাবাসী। তারা চুরি, ছিনতাইসহ কেউ নির্মাণ কাজ করতে গেলে তারা চাঁদা দাবি করে। উল্লেখিত চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবসায়ী অপহরণ মামলা হয়েছে মামলা রয়েছে। এর আগে উল্লেখিত চাঁদাবাজরা মুন্সিগঞ্জ থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করে এনে আটক রাখে পরে পুলিশ এসে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করে।

এছাড়া তাদের বিরুদ্ধে থানায় একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এ সকল চাঁদাবাজরা উদয়ন ক্লাবকে টর্চ্যার সেল বানিয়ে বিভিন্ন মানুষকে ধরে এনে পিটিয়ে মুক্তিপণ আদায় করে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই এলাকাবাসী তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *