নারায়নগঞ্জ সদরে শারদীয় দূর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং

তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।

সদর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আনসার ভিডিপি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। {২৭ সেপ্টেম্বর }শনিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হাকিম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার বিডিপি কার্যালয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সদস্যদের করণীয় বর্জনীয় বিষয়সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা মূলক ব্রিফিং প্রদান করেন জেলা কমান্ড্যান্ট কানিজ ফারহানা শান্তা। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এবারের দুর্গাপূজায় প্রথমবারের মতো “শারদীয়দুর্গাপূজা সুরক্ষা অ্যাপস” ব্যবহার করা হচ্ছে।

এই অ্যাপসের মাধ্যমে মাঠ পর্যায়ে পালনরত সদস্যরা ,হুমকি বা কোনো অপ্রীতি ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে রিপোর্ট করবেন। এর ফলে প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

ইতিমধ্যেই অঠগওঝ {এভিএমআইএস} ও ঝঞউগ {এসটিডিএম} সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষিত তরুণ আনসার ভিডিপি সদস্যদের নিবন্ধন ও দায়িত্ব বণ্টনের কাজ সফলভাবে সম্পূর্ণ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *