তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রবিদাস সম্প্রদায়ের মধ্যে শারদীয় দুর্গোৎসব পূজা সামগ্রী উপহার দেয়ার জন্য সাবেক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ শিখা প্রজননের মাধ্যমে উদ্বোধন করা হয়। এসময় নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,গত ৪বছর যাবত রবিদাস পাড়ায় শারদীয় দুর্গোৎসব পালন করা হচ্ছে। দীর্ঘদিন যাবত দলিত সমাজ হিসেবে, নিম্ন বর্ণের মানুষ হিসেবে তারা অবহেলিত হয়ে আসছে। তাতে তারা ধর্মীয় আনন্দ উৎসব থেকে বঞ্চিত হয়। একজন মানুষ হিসেবে তাদেরও আনন্দ উৎসব করার ইচ্ছে হয়। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতায় “টিম খোরশেদ” আয়োজন করেছে চাষাড়ায় রবিদাস পাড়ায় রবিদাস সম্প্রদায়কে পূজার উপহার। আগামীতে আমরা যেন আরও বড় আয়োজন করে দিতে পারি তাই সবার সহযোগিতা কামনা করি।
তিনি আরো বলেন, জননেতা তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। জননেতা তারেক রহমান চেষ্টা করছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য।
রবিদাস সম্প্রদায়ে পূজার উপহার দেয়ার আগে অনুষ্ঠান উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের মহারাজ।
এসময় মহারাজ টিম খোরশেদের কর্ণধার মাকসুদুল আলম খন্দকার খোরশেদের প্রশংসা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার আশিষ কুমার, রানা মজিব, শওকত খন্দকার, মিঠুসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।