স্টাফ রিপোর্টার :
এখনও আলোচিত সমালোচিত বেপরোয়া”নার্গিস আক্তার লাইজু ওরফে গরম লেডীর পথচলা, ভূমি দুস্যতাসহ বিভিন্ন ধরনের অপরাধ অপকর্মের ব্যাপক আলোচিত ও হত্যা মামলার এজাহার ভুক্ত অন্যতম আসামী নার্গিস আক্তার প্রশাসনকে ম্যানেজ করে এলাকায় প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে । জুলাই আগষ্ট আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে রাজপথে সক্রিয় থেকে বিভিন্ন খুনি সন্ত্রাসী, অস্ত্রধারী ও ক্যাডার বাহিনীর কথিত দুর্ধর্ষ চক্রের সাথে চলাচল এবং এখনও সক্রিয় দেখা যাচ্ছে বলে নানান ধরনের অভিযোগ উঠেছে হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী নার্গিস আক্তার লাইজু ওরফে গরম লেডীর বিরুদ্ধে ।
তাঁর বাড়ীর আশেপাশের প্রতিবেশী বিষয়টি নিয়ে ভয়ে মুখ খুলতে সাহস দেখায় না, কিছু মানুষ পরিচয় গোপন রেখে বলেন নার্গিস আক্তার লাইজু -৫৩ নং ওয়ার্ড তুরাগ থানা মহিলা লীগের শামীমা সুলতানা সহ তুরাগ ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ ঢাকা মহানগর ও মানিকগন্জের হরিরামপুর আওয়ালীগের পলাতক সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান এবং মহিলা লীগের বিভিন্ন নেত্রীর সাথে আঁতাত করে নিজেকে অনেক প্রভাবশালী নেত্রী হিসেবে পরিচয় দিতো,তাছাড়া অপরিচিত অনেক মানুষ তাঁর বাড়ীতে নিয়মিত আনাগোনা ছিলো এবং এখনও আছে বলেও জানা গেছে। এখনও প্রশাসনকে ম্যানেজ করে আগের মতই খুনি সন্ত্রাসী, হত্যা মামলার আসামি হয়েও ধরাছোঁয়ার বাইরে রয়েছে, দাপিয়ে বেড়াচ্ছেন রাজপথে। হত্যা মামলার মত গুরুতর এজাহারভুক্ত আসামী থাকা সত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বুক ফুলিয়ে প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে বলে জানান এলাকার লোকজন।
সম্প্রতি অনুসন্ধানে জানা গেছে, আওয়ালীগের নিষিদ্ধ সংগঠন সহ যাত্রাবাড়ী, মতিঝিল, মানিকগঞ্জ, হরিরামপুর, সিংগাইর, সাভার, দোহার, মিরপুর, উত্তরা, তুরাগ, ও টঙ্গী গাজীপুর এলাকায় পলাতক সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে গোপন বৈঠক করে আগের চেয়ে বেপরোয়া হয়ে উঠেছে নার্গিস আক্তার লাইজু ওরফে গরম লেডী। ভিন্ন ভিন্ন নাম ও ঠিকানা তথ্য পরিচয় দিয়ে আত্মগোপনে রয়েছে। অনুসন্ধানে আরও জানা গেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাত্রাবাড়ী থানার – ৫৭ (২)২৫ নং মামলার এজাহার ভুক্ত ৫৩ নং আসামি নার্গিস আক্তার লাইজু, পিতা- ফাইজুদ্দিন ব্যাপারী, ঠিকানা- সুমনের টেক( সেলিমের বাড়ী,ওয়াল্টনের গলি, ওয়ার্ড নং- ৫৪) তুরাগ থানা ও স্থায়ী ঠিকানা- রাজরা, সট্টি রোড, উপজেলা / থানা হরিরামপুর, জেলা মানিকগঞ্জ।
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হত্যা মামলার অন্যতম আসামি তিনি। অনুসন্ধানে আরও জানা গেছেঃ একই মামলায় অন্যান্য আসামীদেরকে গ্রেফতার করা হলেও যাত্রাবাড়ী থানা পুলিশ সহ অন্যান্য কিছু থানা পুলিশের সাথে গভীর সম্পর্ক থাকায় আজও নার্গিস আক্তার লাইজু ওরফে গরম লেডীকে গ্রেফতার করেনি পুলিশ ও প্রসাশন কর্তৃপক্ষ।
জানা গেছে, মামলার আইও/ তদন্ত কর্মকর্তার সাথে গোপনে আঁতাত করে হত্যা মামলায় গ্রেফতার না হয়ে ধরাছোঁয়ার বাহিরে বীরের বেশে চলাচল করছে এজাহার ভুক্ত প্রভাবশালী উক্ত আসামী। পলাতক নেতাকর্মীর সাথে যোগাযোগ রেখে গোপনে বৈঠক করে নিজের রাজত্ব বজায় রেখে চলেছে বলে অভিযোগ রয়েছে নার্গিস আক্তার লাইজু ওরফে গরম লেডীর বিরুদ্ধে। জুলাই রেজ্যুলেশন কমিটির কেন্দ্রীয় নেতা মোঃ আবিদ মাসুম বলেন , ২৪ এর জুলাই আগষ্ট আন্দোলনের ছাত্র জনতার হত্যা কারী খুনি সন্ত্রাসী হত্যা মামলার আসামি লেডি গডফাদার নার্গিস আক্তার লাইজু কে দ্রুত সময়ে গ্রেফতার করে জেলে পাঠিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতি অনুরোধ জানান তিনি।।