আলমাস হোসাইন :
সাভার: ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে চারটি মাদক মামলার পলাতক আসামি ও কথিত মাদক সম্রাজ্ঞী মোসা. পারভীন আক্তার (৪৭) কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। অভিযানের সময় তার হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।
ডিবি পুলিশ জানায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বগাবাড়ি আমবাগান কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকায় মাদক কেনাবেচা চলছে এমন তথ্যের ভিত্তিতে ডিবি টিম তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে পারভীন আক্তারকে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়।
আটক পারভীন আক্তার আশুলিয়ার বগাবাড়ি আমবাগান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে।
পুলিশ সূত্র জানায়, পারভীনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অন্তত চারটি মাদক আইনের মামলা রয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি এলাকাটি মাদক বিক্রির কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে আসছিলেন।
ওসি মো. জালাল উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত নারী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে আরও একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদক নির্মূলের লক্ষ্যে ডিবি পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।