কামরুল ইসলাম :
ফেরিওয়ালার ছদ্মবেশ ধরে সৌদি রিয়েল দেখিয়ে ব্যবসায়ীর ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল আন্তঃজেলা প্রতারক চক্র। শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়েছে চক্রের তিন সদস্য। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সৌদি রিয়েল, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— গোপালগঞ্জ সদর এলাকার লিয়াকত আলী খান (৫৫), ফরিদপুরের ভোঙ্গা এলাকার মো. সোহেল বেগ (৩৩) ও একই এলাকার বাসিন্দা মো. জাহিদ খান ওরফে শহিদ (৪৫)।
পুলিশ জানায়, পটিয়া পৌরসভার উত্তর গোবিন্দারখীল এলাকার হার্ডওয়ার ব্যবসায়ী মোহাম্মদ আলকাছ মিঞাকে (৬৩) টার্গেট করে প্রতারক চক্র। ফেরিওয়ালা সেজে প্রথমে তার সঙ্গে সখ্যতা গড়ে তোলে এক সদস্য। পরে চক্রের বাকি সদস্যরা সৌদি রিয়েল বিক্রির প্রলোভন দেখিয়ে গত ১৭ সেপ্টেম্বর তার কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ২৯ সেপ্টেম্বর পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) মো. আব্দুল হান্নান নেতৃত্বে ওইদিনই বিশেষ অভিযান চালিয়ে চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, অভিযান পরিচালনা করে গ্রেপ্তারদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সৌদি ১০০ রিয়েলের ২০টি নোট, ৮টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।