নারায়নগন্জ ফতুল্লায় চোরাই হোন্ডারসহ গ্রেপ্তার করেছেন ফতুল্লা থানা পুলিশ।

তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী

নারায়নগন্জ ফতুল্লায় চোরাই হোন্ডাসহ দুই চোরকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। সোমবার রাতে শিয়াচর লালখা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে শিয়াচর লালখা এলাকার মৃত. গিয়াসউদ্দিনের ছেলে মহিউদ্দিন ও মো.শফিকের ছেলে শুভ। এর আগে হোন্ডা চুরির বিষয়ে পুর্ব শিয়াচর এলাকার মৃত.আবদুল বারেকের ছেলে মো.কবির হোসেন ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।

থানায় দায়েরকৃত অভিযোগে কবির হোসেন উল্লেখ করেন যে, প্রতিদিনের ন্যায় গত ২৮ সেপ্টেম্বর রাত ১১ টায় তার বসতবাড়ির গেইটের ভিতরে কালো রংয়ের হিরো মোটরসাইকেলটি তালাবদ্ধ করে রুমে যান। পরদিন সকালে উক্তস্থানে তার মোটর সাইকেলটি নেই দেখে বিভিন্নস্থানে খোজাখুজি করি।

এরপর প্রতিবেশী আরিফের রিক্সা গ্যারেজের ভিডিও ফুটেজে দেখতে পাই যে, ভোরে আমার মোটর সাইকেলটি ১নং আসামী শুভ ঠেলে নিয়ে যাচ্ছে। পরদিন রাত সাড়ে ৮টায় স্থানীয়দের সহযোগিতায় শিয়াচর লালখা মোড়ে নিউ মডার্ন হোমিও হলের পিছনে ২নং আসামী মহিউদ্দিনের বাড়ি হতে শুভসহ ২টি মোটর সাইকেল উদ্ধার করি। এ ঘটনায় মহিউদ্দিন ও শুভকে নামীয়সহ অজ্ঞাত ৪/৫জনের নামে অভিযোগ করেন তিনি।

এদিকে মহিউদ্দিন ও শুভ গ্রেফতারের পর শিয়াচর লালখা এলাকার সাধারন মানুষের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। মহিউদ্দিন একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং আওয়ামী ডেভিল। ওর বিরুদ্ধে থানায় বৈষম্যবিরোধীসহ একাধিক মামলা রয়েছে। কয়েকদিন আগে বৈষম্যবিরোধী মামলা থেকে জামিনে এসেছে। জামিনে বের হয়ে পুর্বের ন্যায় আবারও চুরি-ডাকাতি শুরু করেছে। তারা জানান,থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামালের সাথে থেকে বিগত সময়ে এলাকাসহ বিভিন্নস্থানে চুরি ডাকাতি করে বেড়াতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *