নারায়নগন্জ আড়াইহাজারে ৩১ পূজা মন্ডপের নিরাপত্তায় রাতভর নির্ঘুম ইউএনও।

তথ্য ও প্রতিবেদক- মোহাম্মদ হোসেন হ্যাপী।

আড়াইহাজার উপজেলাজুড়ে ৩১টি পূজা মন্ডপে রাতভর ঘুরে ঘুরে পরিদর্শন, নিরাপত্তা তদারকি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষন করেছেন উপজেলা নির্বাহী অফিসার {ইউএনও} শেখ মোঃ মামুনুর রশীদ। সোমবার {৩০ সেপ্টেম্বর} দিবাগত সারারাত নির্ঘুম থেকে উপজেলার ৩১টি পূজা মন্ডপে তিনি এ কার্যক্রম পরিচালনা করেছেন।

তার দায়িত্বশীল কার্যক্রমে ধর্ম বর্ন নির্বিশেষে উপজেলা বাসী খুশি হয়েছেন। তাকে উপজেলার এমন অভিভাবক হিসাবে পেয়ে অনেকে অভিহিত করেছেন যেমন অভিভাবক একটি পরিবারের সম্পূর্ণ ভরসাস্হল। প্রায় প্রতিটি পূজা মন্ডপে সার্বিক খোঁজ খবর নেন তিনি। সেখানে কোথায় কি প্রয়োজন, কোথাও নিরাপত্তার ঘাটতি রয়েছে কিনা কারো কোন দায়িত্বে অবহেলা আছে কিনা তা নিজেই দেখেছেন তিনি। এতে উনার প্রতি এলাকা উপজেলাবাসীর আস্থা বিশ্বাস বহুগুনে বৃদ্ধি পেয়েছে। এতে করে তার প্রতি এলাকাবাসী মানুষের প্রত্যাশাও বেড়েছে অনেক।

এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার {ভূমি } নঈমউদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আতাউর রহমান, আনসার বিডিপি কর্মকর্তা আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আড়াইহাজার চৌধুরী পাড়া পূজা মন্ডপসহ উপজেলার ৩১টি মন্ডপ এবার পূজা রয়েছে। সবগুলো মন্ডপেই নিয়মিত যোগাযোগ রেখে কোন ধরনের প্রয়োজন হলেই সেখানে ছুটে যাচ্ছেন উপজেলার নির্বাহী অফিসার{ ইউএনও} শেখ মোঃ মামুনুর রশীদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *