জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদান পেলো ঢাকা প্রেসক্লাব

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে ঢাকা প্রেস ক্লাবের অনুকূলে হস্তান্তর করা হয়েছে।
যাত্রাবাড়ীস্থ শহর সমাজসেবা কার্যালয়-১ এর কর্মকর্তা আবু নাঈম মৃধা তার কার্যালয়ে এ চেক হস্তান্তর করেন। অনুদানের চেক গ্রহণ করেন ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মাহমুদ পাভেল।
ঢাকা প্রেস ক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের কর্মদক্ষতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগকালীন সংবাদ কাভারেজে ঝুঁকি মোকাবিলার প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে আসছে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘আপনার শহর পরিষ্কার রাখুন’, ‘শহরের সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করুন’সহ বিভিন্ন এওয়ারনেস প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকে।
ক্লাবের সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রদত্ত এ অনুদান তাদের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করবে। তারা আশা প্রকাশ করেন, এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকলে ঢাকা প্রেস ক্লাবের সামাজিক ও পেশাগত উদ্যোগ আরও সমৃদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *