প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে কর্মরত ডাক্তার গোলাম মোস্তফা জিএম-এর বিরুদ্ধে রোগীদের সঙ্গে দায়িত্বহীন আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই রোগীদের যথাযথ চিকিৎসা না দিয়ে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এতে রোগী ও স্বজনরা পড়েন চরম ভোগান্তিতে।
গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ বিকাল সাড়ে ৫টার দিকে এক সাংবাদিক তার অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নিয়ে গেলে একই ঘটনার শিকার হন। জানা যায়, ডাক্তার গোলাম মোস্তফা রোগীকে চিকিৎসা না দিয়েই ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে তিনি কেবল একটি স্যালাইন লেখেন। কিন্তু নার্স লাইনটির গতি দ্রুত বাড়িয়ে দিলে রোগীর খিঁচুনি ওঠে। এ সময় ডাক্তার বলেন— “রোগীর কী হয়েছে আমি ধরতে পারবো না, দায়ভার আপনাদের।”
এমন পরিস্থিতিতে হতাশ সাংবাদিক দ্রুত স্ত্রীকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে কর্তব্যরত মেডিসিন ডাক্তার সোহাগ পরীক্ষা করে জানান— “এটা গুরুতর কিছু নয়, স্যালাইনের গতি বেশি হওয়ায় খিঁচুনি হয়েছিল। চাইলে নারায়ণগঞ্জেই চিকিৎসা করা যেত।” পরবর্তীতে সঠিকভাবে চিকিৎসা দেওয়ার পর রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন।
ভুক্তভোগী সাংবাদিক ক্ষোভ প্রকাশ করে বলেন— “একজন চিকিৎসক রোগীকে চিকিৎসা না দিয়েই দায় এড়াতে পারেন না। চিকিৎসা দেওয়া তার নৈতিক ও পেশাগত দায়িত্ব।”
হাসপাতাল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ডাক্তার গোলাম মোস্তফার ডিউটির সময় প্রায়ই রোগীরা অবহেলার শিকার হন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি প্রায়শই দায়িত্বশীল চিকিৎসা না করেই রোগীদের ঢাকায় রেফার করেন।
স্থানীয়রা ও ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন— রোগীদের সঙ্গে এমন দায়িত্বহীন আচরণ বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে । তা না হলে অচিরেই প্রেসক্লাবের সামনে মানববন্ধনের ডাক দিব।