প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি, ক্রমবর্ধমান যানজট এবং নাগরিক ভোগান্তি নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জনবান্ধব প্রশাসক ড.আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ’র সঙ্গে সাক্ষাৎ করে উদ্বেগ ও সমাধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ নেতৃবৃন্দরা।
সোমবার (৬ অক্টোবর) সকালে এনসিপি নেতারা শহরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশাসকের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। সভায় তাঁরা শহরজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রশাসক এনসিপি নেতাদের উদ্বেগকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং জানান, ডেঙ্গু মশা নিধনে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম আজ থেকেই দ্বিগুণ করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন এলাকায় প্রচারণা, লিফলেট বিতরণ, এবং ডোর-টু-ডোর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন ও নাগরিকদের যৌথ উদ্যোগই এখন সময়ের দাবি। শুধু ওষুধ ছিটালেই হবে না, মানুষকে সচেতন হতে হবে, নিজের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।”
এছাড়া শহরের দীর্ঘস্থায়ী যানজট সমস্যা সম্পর্কেও আলোচনা হয়। নাসিক প্রশাসক জানান, যানজট নিরসনে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে, যার সুফল অচিরেই নাগরিকরা দেখতে পাবেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন, নাগরিক সমাজ ও স্থানীয় সংগঠনগুলো একসাথে কাজ করলে শহরকে আরও বাসযোগ্য ও সুন্দর করে গড়ে তোলা সম্ভব হবে।
নেতৃবৃন্দ জানান, “আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাদের বক্তব্য গুরুত্বের সাথে নেয়ার জন্য। এখন চাই বাস্তব পদক্ষেপ ও দ্রুত বাস্তবায়ন।” তাঁরা নাগরিকদেরও আহ্বান জানান, প্রশাসনের পাশাপাশি নিজের এলাকায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও নারায়ণগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল আমিন, কেন্দ্রীয় সংগঠক ও অঞ্চল তত্ত্বাবধায়ক শওকত আলী, এবং কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করলে জনবান্ধব সিটি কর্পোরেশন প্রশাসক।