মোঃ ইসলাম উদ্দিন তালুকদার :
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদে এবার ইতিহাস গড়ে একজন নারী পরিচালক অন্তর্ভুক্ত হচ্ছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক পদপ্রার্থী থেকে ইসফাক আহসানের মনোনয়ন বাতিল হওয়ার পর তার স্থলে রুবাবা দৌলাকে নতুন পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।
রুবাবা দৌলা দেশের ব্যবসায়িক অঙ্গনের পরিচিত মুখ। তিনি বর্তমানে ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
খেলাধুলার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রুবাবা ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিসিবির ইতিহাসে এর আগে কখনও পরিচালনা পর্ষদে কোনো নারী ছিলেন না। তাই রুবাবার দায়িত্ব গ্রহণ দেশের ক্রিকেটে এক গুরুত্বপূর্ণ দিক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিসিবি সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “ক্রিকেটের বোর্ড পুরুষ নিয়ন্ত্রিত। লিঙ্গবৈষম্য দূর করতে এবং গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার চেষ্টা করব। নারী পরিচালক আনাটাই আমাদের জন্য সবচেয়ে বড় পরিবর্তন।”
রুবাবা দৌলার এই মনোনয়ন শুধু বোর্ডের জন্যই নয়, পুরো দেশের ক্রীড়া ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণকে নতুন দিক দেখাবে।