সাভারে দৈনিক মুক্ত খবর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা।

স্টাফ রিপোর্টার : 

যায়যায়দিন পত্রিকার নামধারী ভুয়া সাংবাদিক দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী দেলোয়ার হোসেন সহ কয়েকজনের বিরুদ্ধে মিথ্যা মামলায় অভিযোগ পাওয়া গেছে। সুত্রে জানাযায় দৈনিক মুক্ত খবর পত্রিকার স্টাফ রিপোর্টার কাজী দেলোয়ার হোসেন পত্রিকা অফিসের অনুমতি নিয়ে পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় একটি কাজে জান। তিনি গত ৯ সেপ্টেম্বর মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যান। অথচ তার নামে ওই ৯ সেপ্টেম্বর এর ঘটনা দেখিয়ে ২৬ সেপ্টেম্বর সাভার থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে দৈনিক যায়যায়দিন পত্রিকার পরিচয় দান কারি ভুয়া সাংবাদিক শামসুর রহমানের ছেলে আলী রেজা রাজু। মামলার বিবরণে রাজু উল্লেখ করেন ৯ সেপ্টেম্বর তাকে অপহরণের পর বিবস্ত্র করে টাকা হাতিয়ে নেয়া হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক কাজী দেলোয়ার হোসেন বলেন, আমি ৭ সেপ্টেম্বর মঠবাড়িয়ায় একটি কাজের জন্য ঢাকা থেকে মঠবাড়িয়া গিয়েছিলাম। ৯ সেপ্টেম্বর রাতে মঠবাড়িয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই।  আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে। তিনি আরো বলেন থানায় যে বিবস্ত্র ভিডিওটি দেখানো হয়েছে সেটি দেড় বছর আগের ঘটনা। তৎকালীন সময় কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমার জানা নেই। তিনি আরো বলেন ইতোমধ্যে যায়যায়দিন পত্রিকা অফিসে আমি যোগাযোগ করেছি। সাভারে আলী রেজা রাজু নামে তাদের কোন প্রতিনিধি নেই। পত্রিকা কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ও আশ্বাস দিয়েছেন। রাজু একজন পেশাদার মামলাবাজ ও মাদক ব্যবসায়ি। তিনি প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন তদন্ত সাপেক্ষে মামলাটির যেন চূড়ান্ত রিপোর্ট দেয়া হয়। কাজী দেলোয়ার হোসেন সাভার পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাজী লিয়াকত হোসেন এর ছেলে। এদিকে সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানি মূলক মামলা হওয়ার তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক মহল।
এ ব্যাপারে সাভার থানা অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিয়া বলেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *