স্বাধীন সংবাদ ডেস্ক:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের বিভিন্ন সময়ে নানা ঝড়-ঝঞ্ঝার মাঝেও কখনোই দেশ ছাড়েননি বলে জানিয়েছেন। তিনি বলেন, আগামীতেও দেশে থাকবেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির প্রতি দায়বদ্ধ থাকবেন।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে স্পষ্ট করতে হবে, কারা আসলে সেফ এক্সিট (নিরাপদ প্রস্থান) চায়।”
উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন, “কিছু উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন এবং নিজেদের নিরাপদ প্রস্থানের কথা ভাবছেন।”
রিজওয়ানা হাসান এ ধরনের মন্তব্যের প্রেক্ষিতে বলেন, তিনি দেশের অন্তর্বর্তী সরকারের অধীনে স্বচ্ছ নির্বাচন চান। তিনি আশা প্রকাশ করেন, সরকার নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করবে যাতে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে।
এছাড়া তিনি সাংবাদিকদের জানান, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, তা নির্ভর করবে আইনি বিধি এবং রাজনৈতিক সিদ্ধান্তের ওপর।
উপদেষ্টা হিসেবে রিজওয়ানা হাসান দেশের স্থায়ী ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতন থেকে বলেন, “রাজনীতিতে স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখা অপরিহার্য। এজন্য আমাদের প্রত্যেকের ভূমিকা গুরুত্বপূর্ণ।”