মোঃ আব্দুল গফুর সিকদার:
ভোলার মনপুরায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কর্তৃক মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আজ ৮ অক্টোবর ২০২৫, বুধবার, কন্যা শিশুদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পর আলোচনা সভার আয়োজন করা হয়।
“কন্যা শিশুর স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি শেষে উপজেলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন জাতীয় মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরনবী, এবং সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভিন্ন সরকারি কর্মকর্তা।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্য সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি কন্যাশিশুর অধিকার, সু-শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য। নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ সহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।