নারায়নগন্জ সিটি করপোরেশনের উদ্যোগে মশক নিধন কার্যক্রম ও ডেঙ্গু হটস্পট পরিদর্শন

প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।

নারায়নগঞ্জ সিটি করপোরেশনের উদ্যোগে মশাক নিধন হটস্পর্ট পরিদর্শন করেন {০৮ অক্টোবর } ২০২৫ রোজ বুধবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখরা ও ডি এন রোড গোয়ালপাড়া এলাকা।

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে আজ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডের বিভিন্ন ঝুকিপূর্ণ এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় ডেঙ্গু হটস্পট এলাকাগুলো পরিদর্শন করা হয় এবং ডেঙ্গুর লার্ভা জন্মানোর স্থানসমূহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায়। সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং আইন অনুযায়ী জরিমানা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করা হয় এবং তাদের নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার অনুরোধ জানানো হয়।
উপস্থিত ছিলেন:

১. জনাব মোনাব্বার হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক এর কার্যালয়।
২. ডা. নাফিয়া ইসলাম,মেডিকেল অফিসার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
৩. ইদ্রিস আলী (মশক নিধন সুপারভাইজার) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।
৪.১৬ নং ওয়ার্ড সচিব মোঃ মাসুদ রানা লাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *