সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী মিরপুর বিআরটিএর দুর্নীতিবাজ কর্মকর্তা আশিকুর রহমান

ঢাকা প্রতিনিধি :

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে কর্মরত উচ্চমান সহকারী আশিকুর রহমানের বিরুদ্ধে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ সহযোগী পরিচয় ব্যবহার করে আশিকুর রহমান দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ-সম্পদ অর্জন করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক মোঃ ইসলাম উদ্দিন তালুকদার জানান, সম্প্রতি তিনি মিরপুর বিআরটিএ অফিসে চলমান দুর্নীতি, দালাল সিন্ডিকেট এবং অবৈধ টাকা লেনদেনের বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে আশিকুর রহমানের নাম ও সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। এর পরপরই আশিকুর রহমান ক্ষিপ্ত হয়ে তাকে মোবাইল ফোনে এবং সরাসরি সাক্ষাতে প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করেন সাংবাদিক ইসলাম উদ্দিন।

তিনি বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করেছি। সরকারি অফিসে দুর্নীতির চিত্র তুলে ধরায় এখন আমার জীবন হুমকির মুখে। আমি প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা চাই।”

স্থানীয় সূত্রে জানা যায়, আশিকুর রহমান দীর্ঘদিন ধরে বিআরটিএ অফিসে দালালদের মাধ্যমে গাড়ির ফাইল প্রসেসিং, লাইসেন্স ও রেজিস্ট্রেশনসহ বিভিন্ন সেবার বিনিময়ে অবৈধ অর্থ আদায় করে আসছেন। রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি দালাল চক্রকে ছত্রছায়া দিচ্ছেন এবং দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললেই ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগ রয়েছে।

সাংবাদিক মহল এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেন, “একজন সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনের কারণে যদি প্রাণনাশের হুমকি দেওয়া হয়, তাহলে তা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও আশিকুর রহমানের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজ ও সাধারণ নাগরিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *