আওয়ামী সরকার খেলাধুলার পরিবেশ নষ্ট করেছে: জোসেফ

মোহাম্মদ হোসেন হ্যাপী: 

বন্দরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কে.এম. মাজহারুল ইসলাম জোসেফ।

শুক্রবার বাদ মাগরিব বন্দর থানাধীন ২২ নং ওয়ার্ডে কোটপাড়া বালুর মাঠে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলায় ২-৩ গোলে ঝাউতলা একাদশকে হারিয়ে বিজয়ী হয় ক্রেজি ওয়ারিস।

এ সময় ২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাসেল বেপারী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সোনালী অতীত মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ।

জোসেফ বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের সময় দেশের খেলাধুলার পরিবেশ ধীরে ধীরে ধ্বংস হয়ে গেছে। ক্ষমতাসীনদের রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে প্রতিভাবান ক্রীড়াবিদরা অবহেলিত হয়েছে এবং খেলাধুলা হারিয়েছে স্বাভাবিক গতিশীলতা। আওয়ামী সরকারের আমলে খেলাধুলা ছিল দলীয়করণের শিকার। যোগ্যতা নয়, প্রভাবশালীদের সুপারিশেই খেলোয়াড় বাছাই হয়েছে। মাঠ থেকে শুরু করে ক্রীড়া সংস্থা—সব জায়গায় ছিল দলীয় নিয়ন্ত্রণ।”

তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম খেলাধুলায় উৎসাহ হারাচ্ছে, কারণ সুযোগ পাচ্ছে না মেধাবীরা। ফলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যও কমে গেছে। দেশের ক্রীড়া খাতে স্বচ্ছতা ও পেশাদারিত্ব ফিরিয়ে আনতে হবে, যেন প্রকৃত খেলোয়াড়রা তাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত হয় এবং দেশের খেলাধুলা আবারও বিশ্বমানে ফিরে যেতে পারে।

জোসেফ আরও বলেন, দেশের তরুণ প্রজন্মের একটি বড় অংশ বর্তমানে অনলাইন জুয়াতে ঝুঁকে পড়েছে, যা সমাজে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্মার্টফোন ও সহজ ইন্টারনেট ব্যবহারের সুযোগে তরুণরা বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে অনলাইন বেটিং, ক্যাসিনো ও গেমিং প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ করছে। বেকারত্ব, হতাশা এবং দ্রুত অর্থ উপার্জনের প্রলোভনই অনেক তরুণকে অনলাইন জুয়ার ফাঁদে ফেলছে। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী প্রজন্মের মানসিক স্বাস্থ্য ও সামাজিক স্থিতি বিপন্ন হবে। তরুণদের এই আসক্তি রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারের সমন্বিত উদ্যোগ প্রয়োজন—যাতে তারা বিনোদনের পরিবর্তে উৎপাদনশীল কাজে মনোযোগী হয়।

পরিশেষে তিনি এই সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাবেক আহবায়ক নূর মোহাম্মদ পনেছ, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, ২২ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ নজরুল, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, শিকদার বাপ্পি, নূর আলম খন্দকার, শাহীন ঢালী, মাসুম, জনি, কাজল, রনি, হারুন, কদম রসুল কলেজের ছাত্র বিষয় সম্পাদক আরাফাত, মিজানুর রহমান মিজান, ফয়সাল বেপারী, জনি হোসেন, শহিদুল ইসলাম মাসুম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *