প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকা গুলোর ভিতরে কাশিপুর কে অন্তর্ভুক্তি করার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাদেরকে একটি পত্র প্রেরণ করা হয়। যেখানে উল্লেখ করা হয় সিটি কর্পোরেশনের সম্প্রসারিত এলাকা গুলোর বিষয়ে আগামী তৃতীয় কার্য দিবসের ভিতরে জানানোর জন্য সম্প্রসারিত এলাকা গুলোর মধ্যে কাশিপুর কে অন্তর্ভুক্ত করা হয়। এরকম সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর থেকে কাশিপুরের বিভিন্ন স্তরের জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও চায়ের দোকানে এ বিষয় নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখা যায় এতে সম্প্রসারিত এলাকার ভিতরে কাশিপুর কে অন্তর্ভুক্তি করার পক্ষে ও বিপক্ষে মতামত পোষণ করছেন কেউ বলছে না আমরা যেখানে আছি সেখানেই ভালো আছি অযথা আমাদেরকে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়ার জন্য আমাদেরকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হচ্ছে আবার কেউ বলছেন আমরা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হলে আমাদের জীবনযাত্রার মান বাড়বে বিভিন্নভাবে নাগরিক সুবিধা আমরা পাবো একটি সূত্র নিশ্চিত করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অত্যন্ত কাছের একটি এলাকা হলো কাশিপুর তারপরও – জনবহুল এলাকা হিসেবে নাগরিক সুযোগ-সুবিধা থেকে এই এলাকার মানুষ দীর্ঘদিন যাবত বঞ্চিত রয়েছে ছে বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা ও ময়লা অপসারণ এর ভিতর অন্যতম যদিও সিটি কর্পোরেশনের প্রয়োজনে মন্ডলপাড়া থেকে কাশিপুর জেলেপাড়া ব্রিজ পর্যন্ত জায়গার অর্থায়নে দৃষ্টিনন্দনভাবে খাল টি কে লেকে রূপান্তর করে ড্রেনেজ ব্যবস্থা আধুনিকায়ন করে সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা করে এই কাজটি কাশিপুরবাসীর অনেকেরই নজর কারে, অনেকেই মনে করছেন কাশিপুর টা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হলে কাশিপুরের অনেক খাল আছে এখনো যেটি অবৈধ দখলদার থেকে উদ্ধার করে সুন্দর ভাবে ড্রেনের সিস্টেম করে ও রাস্তাঘাটের সম্প্রসারণ করে কাশিপুরবাসীকে একটি সুন্দর জীবনযাত্রার মান উন্নয়নের সহায়ক ভূমিকা রাখবে সিটি কর্পোরেশন,
এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন বলেন অনেকেই বলছেন কাশিপুর কে সিটি কর্পোরেশনের সম্প্রসারিত করা হইলে কাশিপুর কে একটি ময়লার বাগান ও ডাম্পিং এ পরিণত করা হবে আমি কাশিপুরবাসীর জ্ঞাতার্থে জানাচ্ছি অলরেডি শাসনগাঁও থেকে হাটখোলা ব্রিজ পর্যন্ত যে খালটি আছে সেটি ময়লার ভাগাড়ে পরিণত করেছে ফেলেছে কেউ তো এই ময়লার ভাগাড়ের জন্য আন্দোলন করল না নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি ডাম্পিং স্টেশন আছে জালকুড়িতে যারা এই ধরনের কথাবার্তা বলে তাদের শুভবুদ্ধির উদয় হোক সিটি কর্পোরেশন অন্তর্ভুক্তি হইলে কাশিপুরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন হবে রাস্তাঘাট সম্প্রসারণ হবে আমরা নাস্তিক সিটি কর্পোরেশন এর একেবারে কাছের একটি এলাকা হওয়ার সত্য ও আমরা বিভিন্ন নাগরিক সেবা থেকে বঞ্চিত তাই আমি আশা করি সিটি কর্পোরেশনের সম্প্রসারিত হলে কাশীপুর বাসীর জন্য সেটা মঙ্গলজনক হবে,
এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল বলেন এর আগে যতবার কাশিপুর কে সিটি কর্পোরেশনের সম্প্রসারিত করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল ততবারই শামিম ওসমান ও সাইফুল্লাহ বাদল নিজেদের স্বার্থ হাসিলের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সিটি কর্পোরেশন এর অন্তর্ভুক্তি হইলে কাশিপুর বাসির জীবনযাত্রার মান আরো ডেভেলাপ হবে সিটি কর্পোরেশনের বিশাল বাজেট ও বিভিন্ন অর্থায়নে তাদের উডেন মুখী কাজের প্রকল্প আছে সেটি দিয়ে সুন্দরভাবে উন্নয়নমূলক কাজ করা যায় এ বিষয়ে কাশীপুরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আজিজ আল মামুন জানান কাশিপুর কে সিটির কর্পোরেশনে অন্তর্ভুক্তি করার জন্য একটি নির্দিষ্ট এজেন্ডরা থাকতে হবে কাশীপুরের বিভিন্ন খাল গুলো আছে যেমন বাংলাবাজার থেকে দরদী ডাক্তারের বাড়ি পর্যন্ত এই খাল গুলো উদ্ধার করতে হবে কনিষ্কাশনের সুন্দর ব্যবস্থা করতে হবে নয়তোবা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্তি করে আমাদের কোন লাভ হবে না শুধু শুধু ট্যাক্সের বোঝা বাড়বে কারণ সিটি কর্পোরেশন তাদের যেই এলাকা আছে এখানে সেখানেই তারা জনগণকে সেবা দিতে পারছে না সেখানে নতুন করে আরো এলাকার সম্প্রসারিত করলে তারা কিভাবে সেবা দিবে সেটা আমার বোধগম্য নয়, এ বিষয়ে কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহীন কাদের জানান সিটি কর্পোরেশনে কাশিপুর কে অন্তর্ভুক্তি করলে এটা আমাদের জন্য অনেক ভালো হবে কারণ কাশিপুর ইউনিয়নের অত্যন্ত সীমিত একটি বাজেট এই বাজেট দিয়ে ইউনিয়ন কোন উন্নয়নমূলক কাজ করতে পারে না যেমন ডেঙ্গু মশার মত একটি পরিস্থিতিতে কাশিপুর ইউনিয়ন পরিষদ কোন ভূমিকেই রাখতে পারছেন না সিটি কর্পোরেশনের বিশাল বাজেট দিয়ে উন্নয়নমূলক জনবান্ধবমুখী অনেক কাজ করা সম্ভব।
সদস্য কাশিপুর ঈদগাহ মাহেফেজ কমিটি আরাফাত আলম জিতু বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তার নিজের এলাকার জনগণকে সেবা দিতে পারছেন না ঠিকমত তারপর কাশিপুর কে অন্তর্ভুক্তি করার ফলে কাশিপুরবাসীকে কিভাবে সেবা দেবে কাশিপুর বাঁশির কর্পোরেশনের ওয়াসার পানি দুর্গন্ধ, ৩০ মিনিট বৃষ্টি হলে শহরে হাঁটু পানি জমে যায় ডেঙ্গুর মতো ভয়াবহ পরিস্থিতিতে তারা নিশ্চুপ তারা কাশিপুরবাসীর জন্য কি করবে।