নজরুল বিশ্ববিদ্যালয়ে সামাজিক গবেষণা পরিচালনা সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধি মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘সামাজিক গবেষণায় নীতি ও সততা এবং মিশ্র পদ্ধতির মাধ্যমে সামাজিক গবেষণা পরিচালনা'(Ethics-Integrity in Social Research and Doing Social Research Using Mixed Method Approach) শীর্ষক দিনব্যাপী কর্মশালা আয়োজিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালাটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, “এই কর্মশালার রিসোর্স পার্সন সংশ্লিষ্ট বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিশ্বের নামি দামি জার্নালে তাঁর ৭০ টির মতো প্রবন্ধ প্রকাশিত হয়েছে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকগণকে অনুুুরোধ করছি আপনারা এই কর্মশালায় আন্তঃসম্পর্কের মধ্য দিয়ে কর্মশালাটি অংশগ্রহণমূলক করে ফলপ্রসূ করবেন। আপনাদের জন্য এই কর্মশালাটি একটি সোনালী সুযোগ। আমি আশা করি আপনারা এই কর্মশালার মাধ্যমে গভীরভাবে জ্ঞানার্জন করতে পারবেন এবং অর্জিত জ্ঞানকে গবেষণা প্রবন্ধে প্রয়োগ করতে সচেষ্ট থাকবেন।”
অতঃপর কর্মশালার সার্বিক সফলতা কামনা করে বিশেষ অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।

এছাড়াও,উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষরেদ ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন।রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ও পাবলিক হেল্থ (জনস্বাস্থ্য) বিভাগের প্রফেসর ড. এম. রেজাউল ইসলাম। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রাকিবুল ইসলাম।

উল্লেখ্য,কর্মশালায় সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের পাশাপাশি অংশগ্রহণ করেন অন্যান্য অনুষদেরও শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *