কারো পাতানো ফাঁদে পা না দিয়ে নিজেই সত্য-মিথ্যা যাচাই-বাছাই করুন: রাশেদ খান

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, কারো পাতানো ফাঁদে পা না দিয়ে নিজে সত্য-মিথ্যা যাচাই-বাছাই করতে শেখা প্রয়োজন। তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শনিবার রাতে দেওয়া একটি পোস্টে এই কথা বলেন।

রাশেদ খান তার পোস্টে লিখেছেন, গতকাল রাতেও কিছু মানুষ সামরিক বাহিনীর বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। এসব আহ্বানকারীরা বলেননি যে তারা নিজে বিমানে চড়েছেন, লাগেজ নিয়ে রওনা দিয়েছেন বা দেশ মায়ের রক্ষায় অভিযান চালাতে সেনাবাহিনীর সামনে শুতে যাচ্ছেন—তারা শুধু জনগণকে উস্কে দিচ্ছেন।

তিনি প্রশ্নও তুলেছেন: “যদি কতিপয় মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই ধরনের উস্কানিতে রাজপথে নেমে এসে টহলরত সেনাসদস্যদের প্রতিরোধ করতে যেত, তাহলে কি পরিবেশ সৃষ্টি হতো?” রাশেদ খান বলেন, এমন পরিস্থিতি আইনশৃঙ্খলায় বড় ধরনের বিশৃঙ্খলা ডেকে আনতে পারে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা সারাক্ষণ বলে ‘ক্যু চাইনা’, ‘ক্যু চাইনা’—তারা মূলত জনগণকে উসকে পরিস্থিতি অস্থিতিশীল করে কৌশলভিত্তিক কায়দা তৈরি করছে। তিনি অভিযুক্ত করেন, এর পেছনে কাজ করছে ভারতীয় ‘র’—যারা এমনভাবে খেলছে যে খালি চোখে মনে হতে পারে তারা জনগণের পক্ষে কথা বলছে, অথচ বাস্তবে তারা জনগণকে দিয়ে আত্মঘাতী কর্মকাণ্ড ঘটিয়ে ‘ক্যু’ তৈরি করতে চাইছে। তিনি এটিকেই ভারতীয় পরিকল্পনা আখ্যা দিয়েছেন।

রাশেদ খান তার পোস্টে মানুষকে অনুরোধ করেন—প্রচলিত প্রতারণা ও উস্কানিমূলক প্রচারণার কাছে সহজে প্ররোচিত হবেন না; যেকোনো দাবি বা আহ্বান গ্রহণের আগে তথ্য যাচাই করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *