প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ০৬ অক্টোবর ২০২৫ ইং তারিখে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার শেষ পাতায় “আওয়ামী লীগের দোসর নুরুজ্জামান মিয়াজী এখনো দাপটের সঙ্গে বহাল তবিয়তে” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

নুরুজ্জামান মিয়াজী এক প্রতিবাদ লিপিতে বলেছেন, প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। উক্ত সংবাদটি শিরোনামসহ পুরোপুরি মনগড়া, বানোয়াট ও অসত্য। প্রকৃতপক্ষে এসব অর্থ—সম্পদ সংক্রান্ত তথ্যের কোনো ভিত্তি নেই।

আমাকে হেয় প্রতিপন্ন করতে এবং হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এ সংবাদ প্রকাশ করানো হয়। প্রতিবেদক একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল কর্তৃক প্ররোচিত হয়ে এই মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন, যা সাংবাদিকতার নৈতিকতা ও নীতিমালার পরিপন্থী। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

সংবাদটি আমার ব্যক্তিত্ব হেয় প্রতিপন্ন করার এবং হীন স্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যে প্রকাশিত হয়েছে। আমি এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অতএব, বিষয়টি বিবেচনায় নিয়ে আপনার পত্রিকায় উক্ত সংবাদের প্রেক্ষিতে আমার এই প্রতিবাদটি ছাপিয়ে সঠিক ও স্পষ্ট তথ্য প্রচার করার জন্য কৃতার্থ হওয়ার অনুরোধ করছি।

ধন্যবাদান্তে,

বিনীত,
নূরুজ্জামান মিয়াজী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *