আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আলমাস হোসাইন:

ঢাকার আশুলিয়ায় প্রতারণা ও জালিয়াতির মামলায় জগদীশ সিং (৫০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান।

এর আগে রবিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন জমজম টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি জগদীশ সিংসহ আরও কয়েকজন পরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে জাল নথি প্রস্তুত করে স্বাক্ষর জাল করেন এবং অর্থ আত্মসাতের চেষ্টা চালান। এতে প্রতারিত ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জগদীশ সিং ভারতের নাগরিক। প্রায় ১০ থেকে ১১ বছর আগে তিনি বাংলাদেশি নাগরিক লায়লা শারমিন প্রিয়াকে বিয়ে করেন। এরপর থেকে তিনি ঢাকার গুলশান ও উত্তরায় বসবাস করে আসছিলেন। তাদের দাম্পত্য জীবনে তিন সন্তান রয়েছে। বর্তমানে তিনি দক্ষিণ খান থানাধীন আর্মি হাউজিং সোসাইটিতে স্ত্রী ও সন্তানদের সঙ্গে বসবাস করছিলেন।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, প্রতারণা ও জালিয়াতির মামলায় ভারতীয় নাগরিক জগদীশ সিংকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *