আপন চার ভাইয়ের পৈত্রিক সম্পত্তি ভোগদখল ও জাল দলিলে বিক্রির অভিযোগ ছোট ভাই আলমগীরের বিরুদ্ধে

মোঃ আনজার শাহ:

কুমিল্লা আদর্শ সদর উপজেলার উওর দূর্গাপুর ইউনিয়নের কৃষ্ণনগর ঘোরামারা গ্রামের আব্দুল মালেকের চার পুত্রের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীর্ঘদিন। আবুল কাশেম, আবদুল সেলিম, আব্দুল জলিল ও আলমগীরের যৌথ পৈত্রিক সম্পতি ছোট ভাই আলমগীর একা ভোগদখল ও বিক্রির অভিযোগ করেছে তার পরিবার।

আওয়ামীলীগ ক্ষমতাকালীন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিলেন আলমগীর। ক্ষমতার দাপটে আপন তিন ভাইয়ের পরিবারকে কোনঠাসা করে রেখেছেন তিনি।

আবুল কাশেমের বড় ছেলে জানান টাকার কাছে বিক্রি হওয়া আলমগীর কখনো ভূমিদস্যু আবার কখানো ভূমি দখলবাজ ও অন্যের হক আত্মস্বাতকারী হিসাবে পরিচিত। সম্প্রতি বসত ভিটার একটি জমি জোরপূর্বক দখল করে বিক্রি করেন আলমগীর। জমির ক্রেতা জমি দখলে আসলে বাকি তিন পরিবারের বাধার সম্মুখিন হন।

পরবর্তীতে আলমগীর শতাধীক মোটরসাইকেল যোগে কিশোর গ্যাংয়ের একটি দল পাঠিয়ে আবুল কাশেম, আবদুল সেলিম, ও আব্দুল জলিলের পরিবারের উপর হামলা চালিয়ে নারী শিশুসহ কয়েকজনকে আহত করে। পরিস্থিতি খারাপ দেখে জরুরী ৯৯৯ নাম্বারে যোগাযোগ করলে “কোতয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান আওয়ামীলীগের শাসনামলে যেসব অপকর্ম আলমগীর চালিয়েছে তা বর্তমানে ক্ষমতায় না থেকেও কার ক্ষমতাবলে এসব করছে তা বোধগম্য নয়। স্থানীয় এক নারী সাংবাদিকদের জানান সাইফুলের ভাতিজা সহ অর্ধ শবাধিক লোকজন ছিল নোয়াপাড়া গ্রামের।

ভুক্তভোগী পরিবার জানান দল ক্ষমতাচ্যুত হওয়ায় সদর উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলামের ক্ষমতার অপপ্রয়োগ করে যাচ্ছেন আলমগীর। বিভিন্ন অপকর্মের দায়ে অন্তত ছয়টি মমলা রয়েছে আলমগীরের বিরুদ্ধে। অতি দ্রুত আলমগীরের এসব অপকর্ম বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা কারছেন ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *