প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাওনা টাকাকে কেন্দ্র করে প্রহসনের বিচার ডেকে আপন দুই ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট ফাউসা গ্রামে আহত আপন দুই ভাই কে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা প্রকৃয়াধীন বলে জানান আহতদের স্বজনেরা। জানা গেছে, ওই গ্রামের আবু সাইদের ছেলে ইয়াকুব গংদের সাথে একই গ্রামের ইসরাফিল গংদের দেনা পাওনা সংক্রান্ত দ্ব›দ্ব বিদ্যমান। এ বিষয়ে একই গ্রামের আনছর আলীর ছেলে সম্প্রতি মাদক মামলায় জেল থেকে ছাড়া পাওয়া শাহীন ইসরাফিলের পক্ষ নিয়ে সোমবার রাতে ফাউসা অহিদ পাগলার মাজার সংলগ্ন স্থানে এক বৈঠক ডাকে। ওই বৈঠকে ইয়াকুব এবং তার ভাই রবিউল আলম কে ডেকে আনা হয়। সেখানে বাক বিতন্ডার এক পর্যায়ে শাহীনের নির্দেশে তার সহযোগি রমজান, জসিমউদ্দিন, মানিক, নয়নসহ ১০/১২ জন ইয়াকুব (৩০) ও তার ভাই রবিউল আলম (২৮) কে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে এবং ইয়্কাুবের দোকানে হামলা চালিয়ে দোকান ভাংচুর ও লুটপাট করে প্রায় লক্ষাধীক টাকার ক্ষতি সাধন করে।
আহত ইয়াকুব ও রবিউল আলমের অপর ভাই হানিফা জানান, শাহীন এলাকায় ইয়াবা শাহীন নামে পরিচিত। সে সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর ভাগ্নি জামাই রবিনের সহযোগি এবং মাত্র কয়েকদিন আগে মাদক মামলায় জেল খেটে জামিনে এসেছে। এলাকায় এসেই সে বীর দর্পে নীরিহ মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। তার নির্দেশেই আমার দুই ভাইকে প্রহসনের বিচার সাজিয়ে পিটিয়ে আহত করা হেয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলেও জানান। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, এ যাবত উল্লিখিত বিষেয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।