স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ ফতুল্লা উত্তর ভূইগর খোকন মার্কেট ক্যানালপাড়ের মুক্তার হোসেন (৩৫) ও আহাদ (৪৫) এক সাংবাদিককে জনসম্মুখে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে এবং লাঞ্ছিত করে। ভুক্তভোগী সাংবাদিক ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মুক্তার হোসেন (৩৫), পিতা অজ্ঞাত, তার ইলেকট্রিক দোকান থেকে ভুক্তভোগী সাংবাদিক নগদ টাকা দিয়ে একটি চার্জার ফ্যান ক্রয় করেন। পরে স্থানীয় ঠিকানা দাউদকান্দি, কুমিল্লা নিয়ে গিয়ে ফ্যানটি চার্জে দেওয়ার পর দেখা যায় ফ্যানটি কাজ করছে না। এ কারণে চার্জার ফ্যানটি ফেরত নিয়ে আসা হয়। ফ্যান ক্রয়ের সময় বলা হয়েছিল, ফ্যানের গ্যারান্টি নেই তবে হ্যান্ড ওয়ারেন্টি থাকবে। কিন্তু ওয়ারেন্টির কথা বললে মুক্তার হোসেন হুমকি প্রদান করে।
বিভিন্ন সূত্রে জানা যায়, মুক্তার হোসেনের দোকানের পণ্যসমূহ মানহীন এবং তিনি নিরীহ মানুষকে ঠকানোর উদ্দেশ্যে এ ধরনের পণ্য চড়া দামে বিক্রি করে থাকেন। ঘটনার দিন ১৪-১০-২০২৫ ইং তারিখে আনুমানিক দুপুর ১২টার দিকে মুক্তারের দোকানের অর্ধেক অংশে থাকা তার বড় ভাই মানিকের মুদি দোকানে গিয়ে চার্জার ফ্যান প্রসঙ্গে কথা বললে মুক্তার হোসেন সাংবাদিককে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং জনসম্মুখে ‘পেটে ছুরি ঢুকিয়ে হত্যা করবে’ বলে হুমকি দেন।
মুক্তার হোসেন আরও জানায়, এর আগেও সে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, মুক্তারের ভাই একজন পুলিশ কর্মকর্তা হওয়ায় তার দাপটে বিভিন্ন সময় তিনি নিরীহ মানুষের সঙ্গে এমন আচরণ করে থাকেন। মুক্তারের ভাই, ওই পুলিশ কর্মকর্তার নারায়ণগঞ্জ ভূইগর ক্যানালপাড়ে কয়েক কোটি টাকার একটি বাড়ি রয়েছে। এছাড়া ঢাকার সায়েদাবাদ এলাকায় আরেকটি বাড়ি রয়েছে। ভাইয়ের অবৈধ টাকা ও ক্ষমতার অপব্যবহার করে তিনি সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেন।
ভুক্তভোগী সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত কর্মকর্তা অভিযোগটি আমলে নিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।