আমি চিরতরে দুরে চলে যাব,তবু আমারে দেবনা ভুলিতে আমাদের প্রান প্রিয় দাদা জয়দ্বীপ চক্রবর্ত্তী আর নেই

প্রবাস চক্রবর্ত্তী.

কিছু কিছু মৃত্যু এতোটাই অবাঞ্ছনীয় যে, মেনে নেওয়া অনেক দূরের কথা, শুনলেও মনে হয় “ভুল শুনছি”। আমাদের এমন একজন আপনজন ছিলো যিনি দূর থেকে আর্শিবাদ, ভালোবাসার এক অদৃশ্য ছায়া দিয়ে ঘিরে রাখতো আমাদেরকে সবসময়। স্বার্থ ত্যাগ করে নিরলস ভাবে, পরোক্ষভাবে আমাদেরকে সবরকম বিপদ আপদে উপদেশ দিয়ে সহযোগিতা করতে সদা সচেষ্ট থাকতেন, এমন একজন আপনজন, নিকটাত্মীয় পরম সৌভাগ্যরূপে শুভাকঙ্ক্ষী হিসেবে আমাদের জীবনে আসেছিলো । মাত্র এক বছরও হয়নি, তাঁর শ্রদ্ধেয় পরম পূজোনিয় মা বাসনা চক্রবর্ত্তীর মৃত্যুর শোক কাটতে না কাটতে চিরতরে হারিয়ে গেল জয়দ্বীপ চক্রবর্ত্তী কখনো কোনোরকম সমস্যা, অসুবিধা বুঝতে না দিয়ে,নিজের কাছে রোগটা লুকিয়ে রেখেছিল সেটা সবাইকে অবাক করেছে।

উনার স্ত্রী সোমা বৌদি সীতাদেবীর মত পরিশ্রম আর ঠাকুরের কাছে প্রার্থনা, ও প্রানপন চেষ্টা সেগুলোকে ব্যর্থ করে দিয়ে গতকাল বিকেল ৩ টার সময় না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যকালে তিনি এক এক ছেলে,এক মেয়ে বহু গুনগ্রাহী রেখে যান। ৪ বোন, দুই ভাইয়ের মধ্যে জয়দ্বীপ চক্রবর্ত্তী ছোট। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আমরা এখান থেকে গভীর শোক প্রকাশ করছি, এবং শোকতপ্ত পরিবারের সাথে সমবেদনা জানাচ্ছি, প্রার্থনা করছি যেন সৃষ্টি কর্তা দাদাকে যেন পরপারে ভালো রাখে,এবং স্বর্গবাসীকরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *