মেডিবাংলা হাসপাতালের গলিতে হিমু (কালু) হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:

ঢাকার যাত্রাবাড়ী থানার নবীনগর মেডিবাংলা হাসপাতালের গলিতে পাওয়া মরদেহকে কেন্দ্র করে আলোচিত হিমু (কালু) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত শুক্রবার (১৭ অক্টোবর) ভোরে। স্থানীয়রা হাসপাতালের গলিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।

পরদিন শনিবার (১৮ অক্টোবর) সকালে যাত্রাবাড়ী থানা পুলিশ ও গণমাধ্যমকর্মীদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রায় ৫-৬ ঘণ্টা ধরে পুরো এলাকা পর্যবেক্ষণ করে। পর্যালোচনার মাধ্যমে ঘটনাটির পেছনের রহস্য উদঘাটন করে তারা।

পুলিশ তদন্তে মোঃ মহসিন (২৩) নামে এক যুবককে হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে সনাক্ত করে। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, হিমু (কালু) হত্যা মামলার প্রধান আসামি মহসিন বর্তমানে যাত্রাবাড়ী থানার পুলিশ হেফাজতে রয়েছে।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানার চৌকস টিম বিশেষ ভূমিকা রাখে। এসআই জুয়েল রানার নেতৃত্বে দ্রুত অভিযান পরিচালনা করে পুলিশ আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, হত্যার কারণ ও পটভূমি উদঘাটনে জিজ্ঞাসাবাদ চলছে। শিগগিরই মামলাটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *