স্বাধীন বিনোদন ডেস্ক:
বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় মুখ ও আলোচিত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বরাবরই নিজের অভিনয় গুণে আলোচনায় থাকেন। নাটক ও ওয়েব কনটেন্টে যেমন দাপট দেখিয়েছেন, তেমনি মডেল হিসেবেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। দিনে দিনে বাড়ছে তার জনপ্রিয়তা ও স্টারডম। চলতি বছর সিনেমায় অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করেছেন এই অভিনেত্রী।
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ ও ‘উৎসব’ সিনেমা তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। বিশেষ করে তানিম নূরের পরিচালিত ‘উৎসব’ সিনেমায় স্বল্প সময়ের উপস্থিতিতেই দর্শকের নজর কাড়েন সুনেরাহ। তার পারফরম্যান্সে মুগ্ধ হন দর্শক ও সমালোচকরা।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে সরব থাকেন সুনেরাহ। প্রতিদিনের ব্যক্তিগত জীবন, ভ্রমণ কিংবা কাজের নানা মুহূর্ত তিনি নিয়মিত শেয়ার করেন ভক্তদের সঙ্গে। আর সেখান থেকেই তিনি প্রায়ই থাকেন নেটদুনিয়ার আলোচনায়।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন তিনি। আর সেটিই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, গোলাপি বিকিনিতে সুইমিংপুলে নেমে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন অভিনেত্রী। খোলামেলা ও সাহসী এই লুক দেখে নেটিজেনদের অনেকেই মুগ্ধ হয়েছেন, কেউবা বিস্ময়ও প্রকাশ করেছেন।
ছবিগুলোর ক্যাপশনে সুনেরাহ লিখেছেন—
“সূর্যের উষ্ণতা উপভোগ করছি।”
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের আগুন ইমোজিতে ভরে যায়। এক নেটিজেন মজার ছলে লিখেছেন,
“এখন তো দেখছি সুইমিংপুলেও আগুন লেগেছে!”
সাহসী ফ্যাশন সেন্স ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য সুনেরাহর এমন মুহূর্ত নতুন কিছু নয়। এর আগেও নানান সময়ে নিজের লুক ও ফ্যাশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছেন তিনি।
এর আগে নিজের এলোমেলো চুলের একটি ছবি ফেসবুকে শেয়ার করে একটি দীর্ঘ স্ট্যাটাসও দিয়েছিলেন সুনেরাহ। সেখানে তিনি লিখেছিলেন—
“শুটিং শেষ করে আজ রাতে বাড়ি ফিরে আয়নায় তাকাতেই চমকে গেলাম। চুলগুলো এমন খসখসে আর কোঁকড়ানো হয়ে গেছে। নিজের এই নতুন লুকটা চোখে লেগে রইল।”
তিনি বলেন, কখনো তার চুল সোজা ও রেশমি থাকে, আবার কখনো কোঁকড়ানো। প্রতিটা রূপেই তিনি নিজেকে ভিন্নভাবে আবিষ্কার করেন। শুধু চুল নয়, ত্বক ও চেহারার পরিবর্তনেও নিজেকে নতুন করে খুঁজে পান তিনি।
“কখনো রোদে পোড়া ট্যান, কখনো হালকা বাদামি ত্বক— অবাক হয়ে যাই, প্রতিবার পর্দায় নতুন চরিত্রে অভিনয় করার সময় আমার চেহারাটা কতভাবে বদলে যায়। আর যেমনটা পর্দায় হয়, ঠিক তেমনই জীবনের প্রতিটা রূপও আমি সমান ভালোবাসি। এটা যেন এক অন্যরকম জাদু।”
নিজের প্রতি এই আত্মবিশ্বাস ও ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তাকে আলাদা করে তোলে। সুনেরাহ বলেন,
“কেউ আমার এক রূপ পছন্দ করবে, কেউ অন্যটা। কেউ হয়তো কোনোটাই করবে না। কিন্তু তাতে কিছু যায় আসে না। জীবন এত বড়— করার মতো কাজও অনেক। নিজের উন্নতি, নতুন কিছু শেখা আর সৃষ্টির আনন্দে ব্যস্ত থাকলে অন্যের খুঁত ধরার সময়ই থাকে না।”
অভিনয়, ফ্যাশন ও ব্যক্তিগত জীবনের সাহসী অভিব্যক্তির কারণে সুনেরাহ বিনতে কামাল এখন অনেক তরুণ-তরুণীর অনুপ্রেরণার নাম। অভিনয়ে নতুন নতুন চরিত্রে নিজেকে মেলে ধরা যেমন তার লক্ষ্য, তেমনি নিজের জীবনের প্রতিটি রূপকেও তিনি ভালোবাসেন সমানভাবে। আর সেই কারণেই তিনি নেটিজেনদের কাছে এখন এক সাহসী, আত্মবিশ্বাসী ও গ্ল্যামারাস অভিনেত্রীর প্রতীক।