স্বাধীন বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী আবারও ভক্তদের হৃদয় ছুঁয়ে গেলেন একগুচ্ছ মনোমুগ্ধকর ছবির মাধ্যমে। কাশফুলে ঘেরা প্রকৃতির মাঝে ধারণ করা কয়েকটি ছবি সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন এই অভিনেত্রী। মুহূর্তের মধ্যেই ছবিগুলো ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিগুলোতে দেখা যায়— খোলা চুলে, মিষ্টি হাসিতে মুখ ভরা আনন্দে কাশফুলের মাঠে দাঁড়িয়ে আছেন বুবলী। চোখে রোদচশমা, পরনে মানানসই পোশাক— যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গেছেন তিনি। সরল অথচ মোহময় উপস্থিতিতে ভক্তদের মুগ্ধ করতে সময় লাগেনি একটুও।
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, “ফুলেরা নীরব, তবুও তারা তাদের সৌন্দর্য, লাবণ্য আর মাধুর্যকে মেলে ধরে।” এই সংক্ষিপ্ত বাক্য যেন অনেক কিছুই বলে দিয়েছে অভিনেত্রীর মনের অবস্থা আর প্রকৃতিপ্রেমের কথা।
ছবিগুলো প্রকাশ হতেই ভক্ত-অনুরাগীদের প্রশংসার ঢল নেমেছে মন্তব্য বাক্সে। কেউ বলছেন— “কাশফুলের চেয়েও সুন্দর আপনি”, আবার কেউ লিখেছেন— “মাশাআল্লাহ, আপনি যেন একেবারে পুতুলের মতো মিষ্টি।” অনেকেই হৃদয়ের ইমোজি ও ভালোবাসার প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন।
শুধু ভক্তরাই নন, বুবলীর সহকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরাও ছবিগুলোর নিচে শুভেচ্ছা ও প্রশংসার মন্তব্য করছেন। অনেকেই বলছেন, পর্দার বাইরেও বুবলী নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে জানেন, আর এ কারণেই তিনি দর্শকদের কাছে দিন দিন আরও জনপ্রিয় হয়ে উঠছেন।
উল্লেখ্য, সংবাদ পাঠিকা হিসেবে কর্মজীবন শুরু করা শবনম বুবলী বর্তমানে ঢালিউডের অন্যতম আলোচিত ও প্রথম সারির নায়িকা। ক্যারিয়ারের শুরুতেই শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর একাধিক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করে তিনি জায়গা করে নেন দর্শক হৃদয়ে।
অভিনয়ের পাশাপাশি বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমেও সমান সক্রিয়। তার প্রতিটি পোস্ট ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়। কাশফুলের মাঠে ধারণ করা এই ছবিগুলোও তার ব্যতিক্রম নয়— বরং প্রমাণ করে, তার জনপ্রিয়তা পর্দার বাইরেও সমানভাবে বিস্তৃত।