এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা কর্তৃক অদ্য ২৩/১০/২০২৫ খ্রিঃ রাত ০২:৩০ ঘটিকায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিমের নির্দেশ মোতাবেক অভিযান পরিচালনা করে ০৩টি গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামি সবুজ (৩২), পিতা—জামাল উদ্দিন (ড্রাইভার), দক্ষিণ আজমনগর, জেলা চট্টগ্রামকে জোরারগঞ্জ থানা পুলিশ আটক করতে সক্ষম হয়।
আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম জানান, “আমার থানায় সকল প্রকার অপরাধীদের আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে জোরারগঞ্জ থানা পুলিশ সবসময় সজাগ আছে এবং থাকবে ইনশাআল্লাহ।”