হাসান আলী:
আগামী ১১তম জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বেশ কিছু উদ্যমী ও তরুণ নেতৃবৃন্দ মনোনয়ন চাইছেন। গত ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে যাদের ত্যাগ, শ্রম, হামলা-মামলা এবং দীর্ঘদিন মাঠে সক্রিয় ভূমিকা ছিল—যারা জেল-জুলুম খেটেছেন, ঘরবাড়ি ছাড়া ছিলেন এবং ব্যবসা ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে বিপদ-আপদে পাশে দাঁড়িয়েছেন, এমন নেতৃত্বকে আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার প্রত্যাশা তৃণমূলের নেতাকর্মীদের। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন—যারা এলাকার সম্পর্কে ভালো জানেন এবং এলাকার মানুষের বিপদ-আপদে পাশে ছিলেন, তাদেরকেই আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে।
গোপালগঞ্জ-৩ :
গত দুটি নির্বাচনে শেখ হাসিনার বিরুদ্ধে ধানের শীষের প্রার্থী হিসেবে সরাসরি নির্বাচন করেছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস. এম. জিলানী। গোপালগঞ্জের সন্তান হয়ে স্রোতের বিপরীতে আওয়ামী লীগ না করে শহীদ জিয়াউর রহমানের আদর্শে ছাত্রজীবন থেকে দল করে আসছেন তিনি। ১০০ এর অধিক মামলা, কারাবরণ এবং ৪০ বছরের বেশি সময় বিএনপির সঙ্গে জড়িত থেকে দলের প্রতি সততা ও পরিশ্রমের পরিচয় দিয়েছেন। গোপালগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে অলিগলি ও গ্রামগঞ্জে ধানের শীষের জন্য ভোট চাইছেন তিনি। দলও তাকে মনোনয়ন দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) : এই আসনে মনোনয়ন চাইছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন থেকেই শহীদ জিয়ার আদর্শে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় হল সংসদ, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বহু মামলার আসামি হিসেবে দীর্ঘ সময় কারাবরণ করেছেন। হিজলা-মেহেন্দিগঞ্জের মানুষ মনে করেন উচ্চশিক্ষিত ও মেধাবী রাজীব আহসান এলাকার নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ): এই আসন থেকে মনোনয়ন চাইছেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে যুক্ত থেকে ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও সহ-সভাপতি ছিলেন তিনি। আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি পরিচিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আস্থাভাজন বলেও দলের ভেতরে পরিচিতি রয়েছে তার।
মুন্সিগঞ্জ-১ : মনোনয়ন চাইছেন স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা ভিপি এস. এম. জাহাঙ্গীর হাসান। তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভাগীয় টিমের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে কারাবরণ করে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে ও সাধারণ মানুষের সেবা করার লক্ষ্যেই নির্বাচন করতে চান। তবে এই সকল ছাত্রনেতা একমত দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যাকে মনোনয়ন দেবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। স্বেচ্ছাসেবক দলের সাবেক ছাত্র নেতাদের নিয়ে ধারাবাহিক ভাবে পরবর্তী সংখ্যায় আরো প্রকাশ হবে।