নির্বাচনকে বাঁধাগ্রস্ত করলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আমীর খসরু

স্বাধীন সংবাদ ডেস্ক: 


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করা হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষের রাজনীতি করলে পুনরায় শেখ হাসিনার আমলে ফিরতে হবে বলেও তিনি সতর্ক করেছেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনও বিভেদ নেই। সব দলের নিজস্ব রীতিনীতি থাকে, এবং সবাই সবার মতো মত প্রদান করে। এটাই গণতন্ত্র।” তিনি আরও বলেন, প্রতিটি রাজনৈতিক দলের উচিত তাদের নিজ নিজ এজেন্ডা নিয়ে জনগণের কাছে যাওয়া।

বিএনপির এই নেতা বলেন, “দ্বিমত থাকলেও ভিন্নমতকে সম্মান জানানো সম্ভব। হিংসাত্মক ও সাংঘর্ষিক রাজনীতির পথে ফিরলে দেশে স্থায়ী গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে সংলাপ ও মতবিনিময় বজায় রাখা অতীব গুরুত্বপূর্ণ, এবং যে কোনও সংকট ও মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *