আন্তর্জাতিক স্বীকৃতিতে উজ্জ্বল আস-সুন্নাহ ফাউন্ডেশন — অর্জন করল ISO 9001 সার্টিফিকেশন

মোঃআনজার শাহ

(মানবসেবায় নতুন মাইলফলক, দেশের গর্বে পরিণত হলো দাতব্য প্রতিষ্ঠানটি)

মানবসেবায় নিবেদিত দেশের শীর্ষস্থানীয় দাতব্য প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন অর্জন করেছে সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি। বিশ্বব্যাপী স্বীকৃত ISO 9001: Quality Management System সার্টিফিকেশন লাভের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রমাণ করেছে, তাদের কার্যক্রম কেবল দেশীয় মানেই নয়, আন্তর্জাতিক মানদণ্ডেও স্বচ্ছ, দক্ষ ও গুণগতমানসম্পন্ন।

এই অর্জন বাংলাদেশের দাতব্য ও মানবিক খাতের জন্য এক নতুন মাইলফলক, যা দেশের সুনামকে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল করেছে।

আন্তর্জাতিকভাবে ISO 9001 সার্টিফিকেশনকে ধরা হয় প্রশাসনিক দক্ষতা, সেবার মান এবং ব্যবস্থাপনা গুণগত মান যাচাইয়ের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে। এই সার্টিফিকেট পেতে হলে একটি সংস্থাকে অতিক্রম করতে হয় কঠোর অডিট, স্বচ্ছতা যাচাই এবং ধারাবাহিক উন্নয়নের এক দীর্ঘ প্রক্রিয়া। আস-সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সেই মানদণ্ড অনুসরণ করে কাজ করে এসেছে, যার স্বীকৃতি আজ আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত।

ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, “এটি শুধু আমাদের গর্ব নয়, বরং দায়িত্বেরও প্রতীক। এটি প্রমাণ করে, আমরা সঠিক পথে আছি এবং মানুষের কল্যাণে আরও মানসম্পন্ন সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ।”

মানবসেবায় বিস্তৃত কার্যক্রম,
আস-সুন্নাহ ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, কর্মসংস্থান ও সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
প্রতিষ্ঠানের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে:

শিক্ষা: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা উপকরণ ও বিনামূল্যে কোচিং।

স্বাস্থ্য: বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ ও জরুরি সহায়তা।

খাদ্য সহায়তা: রমজানে ইফতার-সাহরি, দুর্যোগকালীন ত্রাণ, সারাবছর খাদ্য বিতরণ।

এতিম ও বিধবা কল্যাণ: আশ্রয়, শিক্ষা ও আর্থিক সহায়তা।

কর্মসংস্থান সৃজন: ক্ষুদ্র ব্যবসায় সহায়তা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ।

স্বচ্ছতা ও জবাবদিহিতায় আস্থা,
ফাউন্ডেশনের মূল শক্তি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রতিটি দান ও ব্যয়ের হিসাব নিয়মিত প্রকাশ করা হয় এবং দাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা হয়। ফলে মানুষের মধ্যে গড়ে উঠেছে গভীর বিশ্বাস ও আস্থা, যা আজ আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে আরও দৃঢ় হলো।

কর্তৃপক্ষ জানায়, “এই সার্টিফিকেশন কেবল একটি সার্টিফিকেট নয়, বরং ভবিষ্যতের প্রতিশ্রুতি, আমরা আরও পেশাদার ও মানসম্পন্ন সেবার মাধ্যমে মানবতার কল্যাণে কাজ চালিয়ে যাব।”

সম্মিলিত অর্জনের গল্প,
আস-সুন্নাহ ফাউন্ডেশন জানায়, এই সাফল্য কেবল তাদের নয়, এটি স্বেচ্ছাসেবক, দাতা, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের সম্মিলিত ফল। তাদের দোয়া, সহযোগিতা ও আন্তরিকতা ছাড়া এই অর্জন সম্ভব ছিল না।

দেশের গর্ব, বিশ্বের স্বীকৃতি,
এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল আস-সুন্নাহ ফাউন্ডেশনের গৌরব নয়, বরং বাংলাদেশের দাতব্য খাতের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল উদাহরণ। এটি প্রমাণ করে, নিষ্ঠা, সততা ও মানবতার প্রতি ভালোবাসা থাকলে একটি স্থানীয় উদ্যোগও বিশ্বমানের মর্যাদা অর্জন করতে পারে।

পরিশেষে ফাউন্ডেশনের দি আর্ট অফ সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র শিক্ষক শৈবাল শাহরিয়ার, গোলাম কবিরিয়া ও আবু জাবার রেজভী বলেন, “মানবসেবার এই মহান ব্রতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে যে, সততা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করলে সফলতা আসবেই। দেশের লাখো মানুষের হৃদয়ে স্থান পাওয়া এই প্রতিষ্ঠান আজ বিশ্বেও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *