তাহমিদ হজ্ব কাফেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ 

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী প্রিপারেটরি স্কুলে সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় তাহমিদ হজ্ব কাফেলার উদ্যোগে স্কুলভিত্তিক শিশুদের ইসলামিক কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, একতা সাইনের স্বত্বাধিকারী জসিম মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শহিদুল ইসলাম বকুল, তাহমিদ হজ্ব কাফেলার পরিচালক আব্দুল আউয়াল রিপন ও মোহাম্মদ আল আমিন, সাংবাদিক মোহাম্মদ হোসেন হ্যাপী, মোঃ জসিমউদ্দিন, একতা সাইনের ব্যবস্থাপনা পরিচালক এবং তাহমিদ হজ্ব কাফেলার পরিচালক মুফতী শাহ রিয়াজ উদ্দিন গণী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ছোটদের মাঝে ইসলামী শিক্ষার সঠিক ধারণা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তাহমিদ হজ্ব কাফেলা ইতোমধ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্কুলে ইসলামী শিক্ষা ও প্রতিযোগিতার আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

তাহমিদ হজ্ব কাফেলার পরিচালকরা জানান, ইনশাআল্লাহ অতি শীঘ্রই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর পবিত্র জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে, যাতে তরুণ প্রজন্ম নবীর আদর্শে উদ্বুদ্ধ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *