বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

স্টাফ রিপোর্টার: 


বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র সাংবাদিক এটিএম মমতাজুল করিমকে সভাপতি, কবির আহম্মেদকে কার্যকরী সভাপতি, ছালেহ আহম্মেদকে সাধারণ সম্পাদক এবং সুজন দে-কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। ৩ নভেম্বর, রবিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে আছেন:
সহ-সভাপতি— মোঃ খোরশেদ আলম, মোঃ নজরুল ইসলাম বাঙালি, মোঃ দেলোয়ার হোসেন ও ইব্রাহীম খলিল।
যুগ্ম সাধারণ সম্পাদক— কে এম নেয়ামুল আহসান, জামিল উদ্দিন, ছানা উল্লাহ, মোহাম্মদ উল্লাহ শামীম।
সাংগঠনিক সম্পাদক— মলয় নাথ; সহ-সাংগঠনিক সম্পাদক— মোঃ মনসুর রহমান পাশা ও জাহাঙ্গীর আলম।
প্রচার সম্পাদক— মোঃ আমজাদ হোসেন সজল; সহ-প্রচার সম্পাদক— মোঃ ফেরদৌস।
অর্থ সম্পাদক— ঝর্ণা বিশ্বাস; দপ্তর সম্পাদক— মোঃ শামীম হোসেন।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক— সাইফুল আলম; শ্রমিক কল্যাণ সম্পাদক— রবিউল আলম রবি।
আইন সম্পাদক— অ্যাডভোকেট আ. হক চাষী; শিক্ষা বিষয়ক সম্পাদক— আনোয়ার হোসেন মিলন।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক— আবুল হোসেন ভূঁইয়া; সমাজকল্যাণ সম্পাদক— মোঃ দেলোয়ার হোসেন।
ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক— মমতা পারভীন; তথ্য ও গবেষণা সম্পাদক— জহিরুল ইসলাম সিরাজ।

কার্যকরী সদস্যরা হচ্ছেন— রফিক চৌধুরী, শরীফ উদ্দিন, শহিদুল ইসলাম, আলী আকবর, শাহীন আলম, লাভলী বেগম নুপুর ও মোঃ রাজু মিয়া।

নবনির্বাচিত সভাপতি এটিএম মমতাজুল করিম বলেন, “সাংবাদিকদের কল্যাণ, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় বাসকপ সবসময় কাজ করে যাবে।” সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ বলেন, “নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে, যেন সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়িত হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *