শিক্ষা আলো ছড়িয়ে দিতে দৃষ্টি প্রতিবন্ধীকে ল্যাপটপ উপহার দিলেন মানবতার জেলা প্রশাসক

 মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

 

শিক্ষা ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষার আলো ছড়িয়ে দিতে পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) জেলা প্রশাসকের(ডিসি) কার্যালয়ে প্রাইম ইউনিভার্সিটিতে পড়ুয়া ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সালমা জেরিনের হাতে একটি ল্যাপটপ তুলে দেন তিনি
পিতা হারানো মেধাবী এই দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ। এছাড়াও তার মা জটিল কঠিন কিডনি রোগে আক্রান্ত। এ পরিবারের তিন ভাইবোনই দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার কারনে লেখাপড়ার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা পরিবারের দুঃর্সাধ্য হয়ে পরেছিলো।

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী সালমা জানান, শ্রুতিলিপি লেখা, অনলাইন ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অংশ নিতে একটি ল্যাপটপ তার জন্য অত্যন্ত জরুরি ছিল। কিন্তু আর্থিক দৈন্যতা ও অক্ষমতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে সহযোগিতা চেয়েও ব্যর্থ হয়ে জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞার নানান ধরনের মানবিক কার্যক্রমের খবর পেয়ে দেখা করেন। তার কর্ম কাজের শত ব্যস্ততা মাঝেও জেলা প্রশাসক(ডিসি) তার লেখা ও পরিবারের কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে তিনি একটি আধুনিক ল্যাপটপ প্রদান করেন। ল্যাপটপ হাতে পেয়ে খুশীতে আত্মহারা দৃষ্টি প্রতিবন্ধী সালমা জেরিন বলেন, আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ। নিজের টাকায় ল্যাপটপ কেনা আমার, পরিবারের পক্ষে সম্ভব ছিল না। মানবতার ডিসি স্যার যে একটি ল্যাপটপ দিয়েছেন, তা আমার পড়াশোনা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আশীর্বাদস্বরূপ।

জেলা প্রশাসক(ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন,সালমা বিশেষ চাহিদাসম্পন্ন হয়েও ইংরেজি বিষয়ের মতো কঠিন বিষয়ে পড়াশোনা করছে এবং তার ফলাফল প্রশংসনীয়। সমাজে এমন শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারা সমাজের বোঝা নয়, বরং সম্পদ। সালমা, তুমি নিজেকে কখনো অসহায় ভাববে না—আমরা তোমার পাশে আছি।” এছাড়াও একই অনুষ্ঠানে জেলা প্রশাসক স্থানীয় সাংবাদিকদের পেশাগত কাজে ব্যবহারের জন্য দুইটি অত্যাধুনিক কম্পিউটার ও একটি প্রিন্টার প্রদান করেন।তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন,“মাদকবিরোধী গণসচেতনতা তৈরি ও প্রতিরোধে সাংবাদিকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি সমাজের ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করতে হবে। বিদেশি সংবাদপত্রের প্রথম পাতায় নেতিবাচক খবর থাকে না—আমাদেরও উচিত উন্নয়ন, উদ্ভাবন ও মানবিকতার খবরগুলো বেশি করে প্রচার করা।এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলা প্রশাসকের ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ উদ্যোগ এবং নারায়ণগঞ্জ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণে তার প্রচেষ্টার প্রশংসা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি তারিকুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাঈমা ইসলাম, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সাংবাদকর্মীবৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *