২ সমন্বয়কের ভিডিওবার্তার পর উত্তেজনা

স্টাফ রিপোর্টার :

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের দুই সমন্বয়কের ভিডিওবার্তা রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে খান তালাত মাহমুদ রাফি ও মাহি নামে দুই সমন্বয়ক সোমবারের কর্মসূচিতে শিক্ষার্থীসহ আপামর জনসাধারণকে মাঠে নেমে আসার আহ্বান জানান।

এর পরিপ্রেক্ষিতে এদিন দুপুরের পর শিক্ষার্থীরা নগরীর চেরাগী পাহাড় মোড় ও জামালখান এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপের পর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এতে ৯ দিন পর চট্টগ্রামে আবারও উত্তেজনা দেখা দিয়েছে।

ফরিদপুর ব্যুরো জানায়, কোটা সংস্কার আন্দোলনের দুই সমন্বয়ক শাহ মো. আরাফাত (২৩) ও জনি বিশ্বাসের (২০) জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বিকালে ফরিদপুরের সদর, ভাঙ্গা ও সদরপুর আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা এ আদেশ দেন। শাহ মো. আরাফাত ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুরের শাহ মো. শের আলমের ছেলে। আর জনি বিশ্বাস নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের বিলনালিয়া গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। এদিকে ভাঙ্গা থানা পুলিশের করা মামলায় গ্রেফতার ২১ জন জামিনের আবেদন করলে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাছিম মাহমুদ তাদের জামিন আবেদনও নামঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *