দনিয়া সমাজ উন্নয়ন ক্লাব (একটি অরাজনৈতিক সমাজ সেবামূলক প্রতিষ্ঠান) ৬১১ দনিয়া পুরাতন, কদমতলী, ঢাকা – ১২৩৬।

স্টাফ রিপোর্টার:

১। একটি অরাজনৈতিক সমাজসেবা উন্নয়নমূলক কর্মকাণ্ডে সকলকে উৎসাহিত করা এবং সমাজ উন্নয়নের ভাবধারায় অনুপ্রাণিত করা।
২। ধর্মীয় বিধানের সঙ্গে সঙ্গতি রেখে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির গির্জা এবং সমাজের ভিবিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান সহ সামাজিক, সাংস্কৃতিক, ইসলামের দাওয়াত, মুক্তিযোদ্ধের চেতনা সহ সকল সেবামূলক কর্মসূচি গ্রহণ করা।
৩। সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালনা করে সমাজের অবহেলিত মানুষের ন‍্যায‍্য অধিকার প্রতিষ্ঠা করা।
৪। বিপদ গ্রস্থদের উদ্ধার করা এবং একে অপরকে সার্বিকভাবে সহযোগিতা করা।
৫। দনিয়া সমাজ উন্নয়ন ক্লাবের প্রত‍্যেক সদস্যদের একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলা।
৬। মাদক মুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করা ও দুর্নীতি মুক্ত ন‍্যায় ভিত্তিক সমাজ ব‍্যবস্থা কায়েম করা।
৭। দনিয়া সমাজ উন্নয়ন ক্লাবের প্রতিটি সদস‍্যদের সর্বস্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা।
৮। কর্ম ও জীবন মূখী শিক্ষার কর্মসূচি গ্রহণ করে সমাজের পিছিয়ে পরা লোকদের সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে অর্থনীতিতে জোরদার করা।
৯। দনিয়া সমাজ উন্নয়ন ক্লাবের প্রত‍্যেক সদস্যদের স্বয়ং সম্পূর্ন করা এবং কেউ যেন নিরুপায় বা অবহেলিত না থাকে তার ব‍্যবস্থা গ্রহণ করা।
১০। উন্নত শিক্ষা, উন্নত জীবন অর্জনের লক্ষ্যে সমাজের জন্য সময় উপযোগী বিভিন্ন কর্মশালার আয়োজন করে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করে সু-শিক্ষায় শিক্ষিত করা।
১১। দনিয়া সমাজ উন্নয়ন ক্লাবের সকল সদস্যদের উন্নত চিকিৎসার ব‍্যবস্থা গ্রহন করা এবং রক্তদান কর্মসূচির মাধ্যমে সমাজের লোকদের রক্তের চাহিদা পূরণ করা।
১২। নারীর যথাযথ মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দনিয়া সমাজ উন্নয়ন ক্লাবের সদস‍্যদের নিয়ে ইভটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ ও সচেতনতা তৈরী করা।
১৩। দনিয়া সমাজ উন্নয়ন ক্লাবের প্রতিটি সদস‍্যকে সু-সংহত করে খেলাধুলার অংশগ্রহণ, মুক্তচিন্তা ও মুক্তবোধ উন্নয়নের লক্ষ্যে সমাজের লোকদের জন্য লাইব্রেরী/ ইসলামিক পাঠাগার প্রতিষ্ঠা করা।
১৪। ধনী-গরীব, বাড়ীওয়ালা-ভাড়াটিয়াদের সাথে ভেদাভেদ ভূলে গিয়ে তাদের সাথে সু-সম্পর্ক গড়ে তোলা।
১৫। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি এলাকার লোকদের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং তাদের সাথে ঐক্য ও সংহতি সুদৃঢ় করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *