নিজাম উদ্দিন:
সোনাইমুড়ীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ৮নং সোনাপুর ইউনিয়ন ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।
এসময় সোনাপুরের কালিকাপুর বাজার এলাকার ব্যবসায়ীবৃন্দ ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে (নোয়াখালী-১) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চান নেতা-কর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুল ইসলাম মুনশি, সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ তুহিন, সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সোনাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মাসুদুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোসলে উদ্দিন রাফি, সোনাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিশান পাটোয়ারী, বজরা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহন, ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের সজল উপস্থিত ছিলেন।
সোনাইমুড়ী ডিগ্রি কলেজের (২য় বর্ষ) শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক (আমেরিকান প্রবাসী) আবু জাহের সুজনের সার্বিক সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন সোনাপুর ৮নং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ মাহমুদ, রমজান, হেলাল, কবির প্রমুখ।