স্বাধীন বিনোদন ডেস্ক:
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর আবারও বড় পর্দায় ফেরার ঘোষণা দিয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে জিতের সঙ্গে অভিনীত ‘মানুষ’ সিনেমায় তাকে দেখা যায়। এরপর থেকে সিনেমা বা ওটিটি—কোনো প্ল্যাটফর্মেই তার নতুন কাজ মুক্তি পায়নি। তবে এবার বড় চমকের ইঙ্গিত দিয়ে নিজের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন এ অভিনেত্রী।
সম্প্রতি একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে মিম জানিয়েছেন, ২০২৬ সালকে তিনি নিজের ‘কামব্যাক ইয়ার’ হিসেবে ঘোষণা করেছেন। তার ভাষায়, “আগামী বছর দর্শকরা আবারও প্রেক্ষাগৃহে আমাকে দেখতে পাবেন। সামনে বেশ কিছু বড় পরিকল্পনা আছে।”
মিম জানান, তিনি ইতোমধ্যে একটি নতুন সিনেমা ও একটি ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন করেছেন। তবে সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত বিস্তারিত প্রকাশ করতে চান না তিনি। এছাড়া আরও কয়েকটি সিনেমা ও ওটিটি প্রজেক্টের ব্যাপারে আলোচনাও চলছে বলেও নিশ্চিত করেছেন।
দীর্ঘ বিরতির কারণ জানতে চাইলে মিম বলেন, গত দুই বছরে কোনো কাজ মুক্তি না পেলেও তিনি ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের অপেক্ষায় ছিলেন। “অপেক্ষা শেষ হতে চলেছে”—উল্লেখ করে তিনি জানান, আগামী মাসেই নতুন কাজের ঘোষণা আসতে পারে।
বিরতির আগে মিমের সময়টাও ছিল সফলতায় ভরা। ২০২২ সালে রায়হান রাফীর ‘পরান’ দিয়ে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পান। একই নির্মাতার আরেক ছবি ‘দামাল’–এও প্রশংসিত হয় তার অভিনয়। পরের বছর মুক্তি পায় দীপংকর দীপনের সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’। একই সময়ে সানি সানোয়ারের ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে।
সব মিলিয়ে দীর্ঘ সময় পর নতুন করে বড় পর্দায় ফিরতে যাচ্ছেন মিম। নতুন সিনেমা, নতুন কনটেন্ট এবং চমকে ভরা পরিকল্পনা—সব মিলিয়েই তার এই ‘কামব্যাক ইয়ার’ দর্শকদের জন্য বিশেষ কিছু নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।