ঢাকা থেকে প্রকাশিত দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকা তার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করছে। এই ঐতিহ্যবাহী দিনটিতে সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনজার শাহ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের হাতে আনন্দের দাওয়াতনামা তুলে দেন।
দীর্ঘ একুশ বছরের সাংবাদিকতার যাত্রায় স্বাধীন সংবাদ সাধারণ মানুষের বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। সংবাদপত্রটি সত্যের সেবায় নিয়োজিত থেকে জনগণের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিটি দিনের প্রতিটি খবরে রয়েছে সততা ও নির্ভরযোগ্যতার অটুট প্রতিশ্রুতি।
এই শুভ অনুষ্ঠানে দাওয়াত গ্রহণ করে রাশেদ খান সংবাদমাধ্যম ও জনগণের অধিকার রক্ষায় যৌথ অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, গণ অধিকার পরিষদ এবং স্বাধীন সংবাদের এই সহযোগিতা দেশের গণতান্ত্রিক মূল্যবোধ শক্তিশালী করবে। সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।
দু’পক্ষই এই বিশ্বাস করে যে, সংগঠন ও সংবাদপত্রের এই দায়বদ্ধতার অংশীদারিত্ব জাতীয় অগ্রযাত্রায় অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে। স্বাধীন সংবাদের দুই দশকের অভিজ্ঞতা এবং গণ অধিকার পরিষদের সংগঠনিত প্রচেষ্টা একসাথে কাজ করে মানুষের মঙ্গলের জন্য একটি সবল ভিত্তি তৈরি করবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় এই যৌথ উদ্যোগ অগ্রণী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।