ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি, দায়িত্ব নিতে আসছেন ডিপ্লোমেসি চাকমা

মোঃ ইসলাম উদ্দিন তালুকদার: 

ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলামকে বদলি করা হয়েছে। গত ২০২৪ সালের ১১ নভেম্বর তিনি ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

দায়িত্ব পালনকালীন সময়ে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বদলির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বদলির আদেশ হয়েছে, তবে পরবর্তী কর্মস্থল এখনো নির্ধারণ হয়নি।

এদিকে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ছাতকে দায়িত্ব গ্রহণ করবেন মিজ ডিপ্লোমেসি চাকমা (১৮৭৭৭)। বর্তমানে তিনি ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত আছেন। জন প্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা বদলির আদেশে উল্লেখ করা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে তাকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে।

রাষ্ট্রপতির আদেশ মোতাবেক ০১.১২.২৫ ইং তারিখে জন প্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এ বদলির প্রজ্ঞাপন জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *